অভিনেত্রীর প্রেমে মজেছেন শোয়েব! নেট দুনিয়ায় ভাইরাল ফটোশুটের ছবি

অভিনেত্রীর প্রেমে মজেছেন শোয়েব! নেট দুনিয়ায় ভাইরাল ফটোশুটের ছবি

স্পোর্টস ডেস্ক : বেশ কিছু দিন যাবত জোর গুঞ্জন চলছে, সানিয়া মির্জা আর শোয়েব মালিকের ১২ বছরের সংসারের বিচ্ছেদ নিয়ে। ভারত–পাকিস্তান—দুই দেশেরই গণমাধ্যম বলছে, ডিভোর্স ফাইল তৈরি হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সানিয়ার একাধিক দুঃখের পোস্ট বিষয়টিকে আরও উসকে দিয়েছে। কিন্তু হঠাৎ কেন শোয়েব–সানিয়ার সুখের ঘরে আগুন! দুই দেশের বিভিন্ন গণমাধ্যমের দাবি, নতুন করে এক অভিনেত্রীর প্রেমে মজেছেন শোয়েব মালিক।

অভিনেত্রীর প্রেমে মজেছেন শোয়েব! নেট দুনিয়ায় ভাইরাল ফটোশুটের ছবি

ওকে ম্যাগাজিনের প্রচ্ছদ

পাকিস্তানি অভিনেত্রী আয়েশা ওমরের সঙ্গে প্রেমের কারণেই নাকি সানিয়া-শোয়েবের বিচ্ছেদ হচ্ছে। কিন্তু ক্রিকেটার শোয়েবের সঙ্গে অভিনেত্রী আয়েশার কীভাবে পরিচয়? ছবিতে ছবিতে তা–ই জেনে নিন

পাকিস্তানের ওকে ম্যাগাজিনের ফটোশুট করতে গিয়ে অভিনেত্রী আয়েশা ওমরের সঙ্গে ক্রিকেটার শোয়েব মালিকের পরিচয়।

পুলের পানিতে শোয়েব পরেছিলেন পাউডার ব্লু শার্ট এবং কমলা রঙের স্লিভলেস একটি ড্রেসে ক্যামেরার সামনে আসেন আয়েশা ওমরছবি: সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় ম্যাগাজিন ওকে মূলত তারকাদের ফ্যাশন, স্বাস্থ্য ও জীবনযাপন নিয়ে কাজ করে

ম্যাগাজিনটির গত বছরের সেপ্টেম্বর সংখ্যায় প্রচ্ছদ হন শোয়েব মালিক ও আয়েশা।

এই সংখ্যায় মডেল হওয়ার পাশাপাশি দুজনে কথা বলেন নিজেদের স্বাস্থ্য, ফিটনেস ও চলতে থাকা কাজ নিয়ে এই ফটোশুটের জন্য পুরো দিন একসঙ্গে কাটিয়েছেন তাঁরা। মোট পাঁচ ধরনের সাজপোশাকে তাঁদের ছবি তোলেন আলোকচিত্রী শাহবাজ সাজি।

সব কটি ছবিতেই ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে শোয়েব ও আয়েশাকে। বিশেষ করে সুইমিংপুলে নীল জলে অত্যন্ত ঘনিষ্ঠ হয়েছিলেন তাঁরা

ফটোশুট শেষে আয়েশার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে শোয়েব বলেন, ‘এটা একটা মজার ফটোশুট ছিল। ছবি তোলার সময় আয়েশা আমাকে অনেকটা সহজ করে দিয়েছে। শিক্ষকের মতো গাইড করেছে।’
ফটোশুটের সেই সাক্ষাৎকারে আয়শা জানান, তিনি স্বাস্থ্য নিয়ে সব সময় সচেতন। মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকতে নিয়মিত স্বাস্থ্যকর খাবার খান। এ ছাড়া নানা রকম ব্যায়াম করেন।

পুলের পানিতে শোয়েব পরেছিলেন পাউডার ব্লু শার্ট এবং কমলা রঙের স্লিভলেস একটি ড্রেসে ক্যামেরার সামনে আসেন আয়েশা ওমরছবি: সংগৃহীত

শোয়েব মালিকের বিষয়ে সাক্ষাৎকারে আয়েশা বলেন, ‘আমি ক্রিকেটের বিশাল ফ্যান। শোয়েব মালিক খুবই ভদ্র ও মানবিক। আমরা তাঁকে নিয়ে গর্ব করি।’ এই আলোচনায় শোয়েবকে ফিটনেস ফ্রিক বলেও স্বীকৃতি দেন আয়েশা

যদিও আয়েশা ও শোয়েব কেউই এখনো এ বিষয়ে কোনো কথা বলেননি। মুখে কুলুপ এঁটেছেন সানিয়া মির্জাও। সরাসরি কোনো কথা না বলায় গুঞ্জন আরও বাড়ছে। আর ভক্তরা অপেক্ষায় আছেন, কোথাকার জল কোথায় গড়ায়, সেটা দেখার জন্য।

আলু সেদ্ধ করার সময় ভিনেগার মেশালে যা ঘটে