বিনোদন ডেস্ক : ভারতের পরিস্থিতি বিভিন্ন ঘটনা নিয়ে প্রায়ই উত্তপ্ত হয়ে থাকে। এখন ভারতের বিভিন্ন রাজ্যে চলছে সংশোধিত নাগরিকত্ব বিল বিরোধী বিক্ষোভ। এই অবস্থার মধ্যেই ভারতের রাজস্থান পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন অভিনেত্রী পায়েল রোহতেগী। রবিবার (১৫ ডিসেম্বর) রাজস্থান পুলিশ তাকে গ্রেফতার করে। অভিযোগ উঠেছে, পায়েল সামাজিক যোগাযোগ মাধ্যমে নেহরু-গান্ধীর পরিবার নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন।
টুইটারে একটি ভিডিও পোস্টে মতিলাল নেহেরু, জওহরলাল নেহেরু, তার স্ত্রী কমলা নেহরু, ইন্দিরা গান্ধী এবং ফিরোজ গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে পায়েলের বিরুদ্ধে। সেসময়ই বুন্দির যুব কংগ্রেস নেতা চর্মেশ শর্মা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এ নিয়ে পায়েলের সঙ্গে সরাসরি কোনো সংবাদমাধ্যম যোগাযোগ করতে পারেনি। তবে তার টুইটারে এ দিন লেখা হয়, গুগল থেকে তথ্য সংগ্রহ করে মতিলাল নেহরুকে নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম। এ জন্য রাজস্থান পুলিশ আমাকে গ্রেফতার করেছে। এ দেশে বাক স্বাধীনতা হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।