বিনোদন ডেস্ক : গেল সোমবার জীবনের ৪১টি বসন্ত পার করলেন টলিউডের অন্যতম সেরা অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তবে শুধু অভিনয় নয়,সৌন্দর্যেও তিনি টলিউডের অন্যতম সেরা নায়িকা। সৌন্দর্য ও বুদ্ধিমত্তার মিশেল এই অভিনেত্রী নানা কারণে বারবার জড়িয়েছেন বিতর্কে।
পর্দার বোল্ড অভিনেত্রী স্বস্তিকা শুধু পর্দায় নয়, বাস্তবজীবনেও তিনি সোজা সাপটা। সোজা কথা সোজাভাবে বলতেই ভালোবাসেন নায়িকা। এমনকি ব্যক্তিগত জীবন নিয়েও তিনি বরাবর অকপট।
এই যেমন, জন্মদিনের আগের দিন অর্থাৎ, রবিবার ‘মীরাক্কেল’ অনুষ্ঠানের উপস্থাপক মীর আফসার আলীর সঙ্গে তোলা একাধিক ছবি পোস্ট করেন স্বস্তিকা। ক্যাপশনে লেখেন, ওয়েডিং বেলস। মজার দুটি ইমোজি দিয়ে ব্র্যাকেটে লেখেন, ‘আমাদের নয়।’
রবিবার পুরনো বন্ধু মীরের সঙ্গে একটি বিয়ের দাওয়াতে গিয়েছিলেন নায়িকা। সেখানেই দুজনে একসঙ্গে কয়েকটি ছবি তোলেন। সেই ছবি পোস্ট করার পরই তাদের ভালোবাসা জানান নেটিজেনরা।
সোমবার স্বস্তিকার জন্মদিনে তার একটি ছবি পোস্ট করে মীর লেখেন, ‘প্রিয় স্বাজি, তোমার সমস্ত ইচ্ছাপূরণ হোক, শুধু অবৈধগুলো বাদে।’ সেখানে স্বস্তিকাকে ক্রেজি ওম্যান লিখেছেন মীর। পাশাপাশি লিখেছেন, ‘তোমার ঘ্যানঘ্যান ও গজগজ আজীবন চালিয়ে যাও। আমি সহ্য করতে প্রস্তুত। সবে নতুন ইয়ারপ্লাগ কিনেছি।’
মীরের শুভেচ্ছা থেকেই বোঝা যাচ্ছে বাস্তবজীবনে কেমন নায়িকা। পাশাপাশি এই শুভেচ্ছাবার্তা পড়ে বোঝা যাচ্ছে মীর ও স্বস্তিকার রসায়ন বাস্তবজীবনে কতটা জমজমাট। সেই রসায়ন খুব শিগগির বড় পর্দায়ও দেখা যাবে। একটি ছবিতে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করতে চলেছেন তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।