স্পোর্টস ডেস্ক : ২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটে শেন ওয়ার্নের হাত ধরে প্রায় তারকাবিহীন দল রাজস্থান রয়্যালস শিরোপা জেতে। দলের অন্যতম কর্ণধার ছিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। কিংবদন্তি অজি স্পিনারের বলিউড-যোগের সেই শুরু। এর পর থেকে খেলা সূত্রে নিয়মিত যাতায়াত ও যোগাযোগ ছিল ভারতের সঙ্গে।
ভারতীয় সংস্কৃতি, খাবারের ভক্ত ছিলেন ওয়ার্ন। ২০১৫ সালে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বলিউড ছবিতে অভিনয়েরও প্রস্তাব আসে তাঁর কাছে। ‘আমার কথা ভেবে একটা চরিত্র লেখা হচ্ছে,’ বলেছিলেন ওয়ার্ন। তবে কোন পরিচালকের সঙ্গে কাজ করার কথা ছিল জানাননি তিনি।
অন্য একটি সাক্ষাৎকারে ‘ওয়ার্নি’ জানিয়েছিলেন, বলিউডে তাঁর যে বায়োপিক তৈরির কথা চলছে তা হলিউডের মানের হবে। তিনি চান তাঁর বায়োপিকে শেন ওয়ার্ন হিসেবে লিওনার্দো ডি ক্যাপ্রিও কিংবা ব্র্যাড পিট-কে যেন দর্শকদের সামনে হাজির করা হয়।
২০০৮ সালে তাঁর কোচিং ও নেতৃত্বে যেভাবে প্রথমবার আইপিএল ট্রফি উঠেছিল ‘রাজস্থান রয়্যালস’-এর ঘরে, তাই-ই নাকি হতে চলেছে সেই ছবির মূল গল্প। ‘যৌ ন তা, মা দ ক থেকে শুরু করে রক অ্যান্ড রোল, সব কিছুই পাবেন ওই ছবিতে,’ অকপটভাবে জানিয়েছিলেন শেন। তবে এই বায়োপিকও আলোর মুখ দেখেনি।
এদিনে মাত্র ৫২ বছর বয়সে এই কিংবদন্তি স্পিনারের মৃত্যুতে শোক জানিয়েছেন শিল্পা শেঠি, রণবীর সিং, অক্ষয় কুমার প্রমুখ তারকা।
অক্ষয় কুমার বলেছেন, ‘শেন ওয়ার্নের আকস্মিক প্রয়াণের খবর শুনে ভাষা হারিয়ে ফেলেছি। ভীষণ হৃদয়বিদারক। ক্রিকেট ভালোবাসলে এ মানুষটিকে না ভালোবেসে থাকা যায় না। ’
শিল্পা শেঠি আবার লিখেছেন, ‘কিংবদন্তিদের মৃত্যু হয় না। ’ প্রসঙ্গত, আইপিএলের প্রথম সিজনে ‘রাজস্থান রয়্যালস’ টিমের ক্যাপ্টেন ছিলেন শেন। সেই সময়ের ওই দলের অন্যতম মালিকানা ছিল শিল্পার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।