বিনোদন ডেস্ক : ঢালিউডের অন্যতম ব্যস্ত নায়ক মামনুন হাসান ইমন। এই মুহূর্তে তার হাতে হাফ ডজন সিনেমার কাজ। মুক্তির অপেক্ষায় ‘বীরত্ব’, যেটি শুক্রবার (১৬ সেপ্টেম্বর) থেকে সারাদেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে। ঠিক এমন মুহূর্তে ইমনকে নিয়ে কৌতুহলী তার কাছের মানুষ এবং হাজারো অনুরাগী। সবারই জানার ইচ্ছা, অভিনয়ের বাইরে আর কী করেন এই নায়ক।
রাগঢাক না রেখে এ সম্পর্কে সংবাদমাধ্যমের সঙ্গে খোলাখুলি কথা বলেছেন ইমন। অভিনেতা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, অভিনয়ের বাইরে তিনি কিছুই করেন না। তার কোনো সাইড বিজনেস নেই। অভিনয়ই তার ধ্যানজ্ঞান।
ইমন বলেন, ‘আমরা মনে করেছিলাম করোনা সংক্রমণের সময় দেশীয় চলচ্চিত্রে আরও ধস নামবে। সে সময় কাছের কিছু মানুষ জিজ্ঞেস করেছিল আমার আলাদা কোনো ব্যবসা আছে কিনা। আমি তাদের বলেছিলাম, আমার কোনো সাইড বিজনেস নেই। চলচ্চিত্র আর অভিনয় জগৎই আমার আয়ের একমাত্র উৎস।’
অভিনেতা আরও বলেন, ‘করোনা সংক্রমণের সেই ভয়ানক সময়টা কাটিয়ে বাংলাদেশের চলচ্চিত্র ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে। যদি এমনটা না হতো, তবে অনেকের মতো আমিও ক্ষতিগ্রস্ত হতাম। আশার কথা হলো, আমাদের চলচ্চিত্রে সুদিন ফিরেছে। সামনে আরও ভালো সময় আসছে বলে মনে হচ্ছে।’
শুক্রবার ৩০টির বেশি হলে মুক্তি পাচ্ছে ইমন অভিনীত ‘বীরত্ব’। দর্শকদের প্রতি অনুরোধ জানিয়ে এই নায়ক বলেন, ‘পরাণ’ ও ‘হাওয়া’ যেমন আপনারা আগ্রহ নিয়ে দেখেছেন, ‘বীরত্ব’ দেখতেও হলে আসুন। এটা খুবই চমৎকার সিনেমা। এর গল্পে এমন ব্যাপার রয়েছে যে, দর্শক ভালোলাগার সঙ্গে চোখে পানি নিয়ে হল থেকে বের হবেন।’
প্রসঙ্গত, চিকিৎসকদের বীরত্বগাথা নিয়ে নির্মিত হয়েছে ইমন অভিনীত ‘বীরত্ব’। এখানে তিনি প্রথমবারের মতো একজন চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছেন। তার বিপরীতে আছেন নবাগত নিশাত নাওয়ার সালওয়া। তিনিও চিকিৎসকের ভূমিকায়।
পিং পং এন্টারটেইনমেন্ট প্রযোজিত এবং তরুণ নির্মাতা সাইদুল ইসলাম রানা পরিচালিত ‘বীরত্ব’র বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন নিপুণ আক্তার, ইন্তেখাব দিনার, আহসান হাবীব নাসিম, জেসমিন, মুনিরা মিঠু, বড়দা মিঠু, জয়ন্ত চট্টোপাধ্যায়, কচি খন্দকার এবং শিশুশিল্পী মুনতাহা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।