বিনোদন ডেস্ক : চাষাবাদে ভিষণ আগ্রহ জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদের। চাষাবাদ এতোই পছন্দ তার যে, অভিনয় ছেড়ে দিলে কৃষক হবেন বলে জানিয়েছেন তিনি।
অবশ্য এটা যে এ অভিনেতার মুখের কথা নয় তা ঝোঝা যায় তার বৃক্ষপ্রেম দেখেই। চাষাবাদের প্রতি তার আগ্রহ দেখে।
রাজধানীতে নিজ জমিতে ইতোমধ্যে সবজি চাষ করছেন ফেরদৌস। বাজার থেকে আর সবজি কিনতে হয় না তাকে। নিজ জমির সবজিই নিয়মিত রান্না হচ্ছে তার বাড়িতে।
রাজধানীতে তিনশ ফিট এলাকায় জমি কিনে সেখানে সবজির বাগান করেছেন ফেরদৌস। সে মাটিতে ফুলকপি, বাঁধাকপি, বেগুনসহ নানা রকম সবজির চাষ করেছেন তিনি।