in ,

অভিষেকেই গোল যমজ বোন আনু ও আনাইয়ের

স্পোর্টস ডেস্ক : ওরা যমজ বোন। বাংলাদেশ জাতীয় দলের সদস্য। তবে এবারের লিগের প্রথম পর্বে কোনো ক্লাব পাননি আনু চিং মগিনি এবং আনাই মগিনি। শেষ মুহুর্তে শেখ রাসেল ক্রীড়া চক্র দল গঠন না করায় বেকাদায় পড়ে যান মারিজয়া, সাজেদা, নাজমা, ছোট শামসুন্নাহাররা এবং আনু ও আনাইরা। তবে ফিরতি পর্বে তাদের দলে টানে নাসরিন স্পোর্টস অ্যাকাডেমি। শনিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ট্রাইকোটেক্স মহিলা লিগে অভিষেক হয় এদের সবার। এই অভিষেক ম্যাচেই গোল করেছেন স্ট্রাইকার আনু চিং মগিনি এবং ডিফেন্ডার আনাই মগিনি। ফলে তাদের দল ৩-০ গোলে হারিয়েছে সিলেটের স্প্যাটার্ন এম কে গ্যালাকটিকোকে।

৮৭ মিনিটে আন চিং এবং ৮০ মিনিটে আনাই গোল করেন। ৭৫ মিনিটে দলের প্রথম গোলদাতা আকলিমা।

দিনের অন্য ম্যাচে কাচারীপাড়া একাদশ ২-১ গোলে হারিয়েছে কুমিল্লা ইউনাইটেডকে। ১১ মিনিটে নাহারের গোলে এগিয়ে যায় কুমিল্লা ইউনাইটেড। এরপর ৪৩ মিনিটে সাদিয়া এবং ৭১ মিনিটে অনিকা গোল করে জয় এনে দেন কাচারীপাড়াকে।