বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন ও অক্ষয় কুমারকে একহাত নিয়েছিলেন মহারাষ্ট্রের কংগ্রেস নেতা নানা পাটোলে। ভারতে পেট্রলের দাম বাড়ায় কোনো হিরো প্রতিবাদ করেনি। তাই তাদের বিরুদ্ধে মুখ খুলেছিলেন নানা পাটোলে।
অমিতাভের বাড়ির সামনে পুলিশ মোতায়েন
কংগ্রেসের এ নেতা বলেন, ‘সাধারণ মানুষের ইস্যু নিয়ে কথা বলছেন না অক্ষয় কুমার, অমিতাভ বচ্চনরা।’ নানা পাটোলে আরও বলেন, ‘অমিতাভ, অক্ষয়রা সাধারণ মানুষের ইস্যু নিয়ে কথা বলতে যখন ব্যর্থ, তখন তাদের সিনেমা যেখানে মুক্তি পাবে, সেখানে গিয়ে কালো পতাকা দেখানো হবে।’
তার এ বক্তব্যের পরই অমিতাভ বচ্চনের বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। এর খবর ছড়িয়ে পড়লে শুরু হয়েছে জল্পনার। যদিও অমিতাভ বচ্চন কিংবা অক্ষয় কুমার এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।
‘বেল বটম’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন অক্ষয় কুমার। অন্যদিকে, ‘ব্রক্ষ্মাস্ত্র’ সিনেমার মুক্তির অপেক্ষা করছেন অমিতাভ। অয়ন মুখার্জি পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন রণবীর কাপুর, আলিয়া ভাট, নাগার্জুনা এবং ডিম্পল কাপাডিয়া। সূত্র: জি নিউজ
যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschool