Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home অরণ্য মিজানের ‘তিনিই শেখ মুজিব’
জাতীয়

অরণ্য মিজানের ‘তিনিই শেখ মুজিব’

rskaligonjnewsDecember 14, 20213 Mins Read
Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর :  মুজিব জন্মশতবর্ষে এবং স্বাধীনতার রজতজয়ন্তী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ও কর্মের সমন্বয়ে এ.কে.এম মিজানুল হকের (অরণ্য মিজান) লেখা ও সুরে ‘তিনিই শেখ মুজিব’ টাইটেলের গান রিলিজ হতে যাচ্ছে। জাতির পিতার প্রতি শ্রদ্ধার্ঘ্য স্বরূপ আগামী ১৬ ডিসেম্বর অরণ্য মিজানের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল “অরণ্য মিজান গ্যালারি” তে গানটি রিলিজ হবে।

এ.কে.এম মিজানুল হক (অরণ্য মিজান) গাজীপুর জেলার কালীগঞ্জ থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) । বর্তমানে তিনি গাজীপুর পুলিশ সুপার অফিসে ইন্সপেক্টর হিসেবে কর্মরত আছেন। তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের সাহেব নগর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত বোরহান উদ্দিন ভূঁইয়ার ছেলে। ৪ ভাই ও ১ বোনের মধ্যে মিজান সর্ব কনিষ্ঠ।১৯৯৮ সালে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।

জানা গেছে, অরণ্য মিজান টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত থাকা অবস্থায় ভাবনা নামের একটি গ্রন্থ প্রকাশ করেন। গ্রন্থটি তিনি মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের উৎসর্গ করেন। ওই গ্রন্থে অরণ্য মিজানের লেখা ‘জাতির জনক বঙ্গবন্ধু’ শিরোনামে তাঁর নাম ও কর্মের সমন্বয়ে ১০ লাইনের একটি কবিতা প্রকাশিত হয়। সেই কবিতা দিয়েই জাতীয় পুরস্কারপ্রাপ্ত গীতিকার সেজুল হোসেনের সমন্বয়ে অরণ্য মিজানের লেখা ও সুরে ‘তিনিই শেখ মুজিব’ টাইটেলের গান তৈরি হয়। গানটির সঙ্গীত আয়োজন করেছেন অভিজিৎ জিতু। আর কণ্ঠ দিয়েছেন জিয়াদ সিদ্দীক।

অরণ্য মিজান বলেন, দেশ স্বাধীকার আন্দোলনে বঙ্গবন্ধু এক মহাবীরের নাম। স্বাধীন এই বাংলাদেশ বিশ্বের বুকে যতদিন মাথা উচু করে দাঁড়িয়ে থাকবে, ততদিন জাতির পিতার প্রতি আমাদের ঋণ থাকবে। জাতির পিতা আমাদেরকে এই দেশ দিয়ে গেছেন বলেই আজ আমরা মুক্ত, স্বাধীন l এই গানে সেই ঋণ শোধ হবে না, তবে নিজে আত্মতৃপ্তি লাভ করবো।

তিনি আরো বলেন, আমি বঙ্গবন্ধুর নাম ও কর্মের সমন্বয়ে শুধু একটি কবিতা লিখে সেটা গুনগুন করে গেয়ে গানে রূপ দেওয়ার চেষ্ঠা করেছি। বাকী কৃতিত্ব জাতীয় পুরস্কারপ্রাপ্ত গীতিকার সেজুল হোসেনের। আর অভিজিৎ জিতুর সঙ্গীত আয়োজনে ও কন্ঠ শিল্পী জিয়াদ সিদ্দীকের কন্ঠে সত্যি অসাধারণ হয়েছে।

এ ব্যাপারে কন্ঠ শিল্পী জিয়াদ সিদ্দীক জানান, আসলে মিজান ভাই গানটি খুব ভাল লিখেছেন। সুরও ছিল অসাধারণ। আমি একজন সঙ্গীত শিল্পী হিসেবে বলছি এমন গান কালে কালে হয়না।গানটি গেয়ে অন্যরকম আত্মতৃপ্তি লাভ করেছি। আশা করছি গানটি দর্শক ও শ্রোতাদের অনেক ভাল লাগবে।

সঙ্গীত আয়োজক অভিজিৎ জিতু বলেন, আসলে ভাল গান হলে সেটাতে কাজ করতে নিজে থেকেই আগ্রহ তৈরি হয়। তেমনি ‘তিনিই শেখ মুজিব’ গানটিও ছিল একটি ভাল গান। গানের কথা ও সুরে যেমন দরদ ছিল। তেমনি শিল্পীর কন্ঠেও ছিল আবেগ ও ভালবাসা।

‘তিনিই শেখ মুজিব’ গানটির সমন্বয়ক সেজুল হোসেন জানান, স্বপ্নসিঁড়ি প্রোডাকশন হাউজ থেকে গানটি নির্মিত হয়েছে। একটি কবিতাকে গানে রূপ দিয়ে সেটাতে একটি প্রাণবন্ত সুর করেছেন অরণ্য মিজান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ও কর্মের সমন্বয়ে গানটি সত্যি অসাধারণ হয়েছে । মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে ১৬ ডিসেম্বর ভিডিও আকারে গানটি অরণ্য মিজান গ্যালারী থেকে প্রকাশিত হবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Related Posts
বড়দিনের প্রতিজ্ঞা

শান্তি আসুক ঘরে ঘরে, এই হোক বড়দিনের প্রতিজ্ঞা

December 25, 2025
৩০০ ফিট সড়ক

সব পথ যেন মিশেছে ৩০০ ফিট সড়কে

December 25, 2025
স্বাগত জানাতে

তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দরে বিএনপির শীর্ষ নেতারা

December 25, 2025
Latest News
বড়দিনের প্রতিজ্ঞা

শান্তি আসুক ঘরে ঘরে, এই হোক বড়দিনের প্রতিজ্ঞা

৩০০ ফিট সড়ক

সব পথ যেন মিশেছে ৩০০ ফিট সড়কে

স্বাগত জানাতে

তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দরে বিএনপির শীর্ষ নেতারা

ঘোষণা যেকোনো সময়

জামায়াতের সঙ্গে এনসিপির জোট, ঘোষণা যেকোনো সময়

জনস্রোত

তারেক রহমানকে স্বাগত জানাতে পথে পথে জনস্রোত

৩০০ ফিটে অপেক্ষায় লাখো মানুষ, সংবর্ধনাস্থল জনসমুদ্র

অপেক্ষায় লাখো মানুষ

তারেক রহমানের অনুরোধ রেখেছেন যুক্তরাজ্য বিএনপির নেতা-কর্মীরা

দেশবাসী অপেক্ষমাণ

দেশবাসী অপেক্ষমাণ তারেক রহমানকে একনজর দেখার জন্য, দুটি কথা শোনার জন্য: সালাহউদ্দিন

অবতরণ করেছে

সিলেটে অবতরণ করেছে তারেক রহমানকে বহনকারী বিমান

পার্কিং গাড়ি সরিয়ে সড়ক ফাঁকা

পার্কিং গাড়ি সরিয়ে সড়ক ফাঁকা করছে সেনাবাহিনী

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.