অরিজিৎ সিংহের সুরে ভেসে যাওয়া যায় মুহূর্তে অনুরাগীরা তাঁর কণ্ঠে ঈশ্বরকেও খুঁজে পান। রিয়্যালিটি শোয়ের মঞ্চ থেকে পরিচিতি পাওয়া শুরু অরিজিতের। তার পর বেশ কয়েকটি ছবিতে গান গেয়েছেন। তবে মোহিত সুরির ‘আশিকি ২’ ছবির গান গেয়ে মুহূর্তে খ্যাতির চূড়ায় পৌঁছে গিয়েছিলেন অরিজিৎ। ২০১২ সালে গাওয়া সেই গানগুলি আজও সঙ্গীতপ্রেমীদের কানে বাজে। কিন্তু সেই মোহিত সুরির ছবি ‘সাইয়ারা’-য় অরিজিৎ সিংহের মাত্র একটি গান রয়েছে।
মোহিত সুরির ছবিতে বড় জায়গা জুড়ে থাকে গান। সঙ্গীতের উপর ভর করেই এগোয় ছবির গতি। ‘সাইয়ারা’-তেও সেই একই ভূমিকা পালন করেছে সঙ্গীত। কিন্তু এ বার পরিচালকের ছবিতে গান গেয়েছেন নবাগত গায়ক ফাহিম। কিন্তু কেন অরিজিৎকে না নিয়ে ফাহিমকে গায়ক হিসেবে নিলেন সুরি? সম্প্রতি এক সাক্ষাৎকারে মোহিত সুরি বলেছেন, “১৪ বছর আগে আমার একটি ছবির প্রতিনিধিত্ব করেন অরিজিৎ। আমি অরিজিৎকে খুবই ভালবাসি। একটি গানে ওর কণ্ঠ ব্যবহার করেছি। আর যে সময়ে আমি অরিজিতের কণ্ঠ খুঁজে বেড়াচ্ছিলাম, তখন আমি কেকে স্যরকে ভালবাসতাম।”
ইমরান হাশমির কণ্ঠ হয়ে উঠেছিলেন কেকে। পর পর ইমরানের কণ্ঠে গেয়েছিলেন তিনি। তাই ‘আশিকি ২’-এর জন্য নতুন কণ্ঠ খুঁজেছিলেন মোহিত। পেয়েছিলেন অরিজিৎ সিংহকে। ঠিক এই বারও তাই অহান পাণ্ডের জন্য মোহিত খুঁজেছিলেন নতুন এক কণ্ঠ। মোহিতের মতে, ‘সাইয়ারা’ ছবির কণ্ঠ হয়ে উঠেছেন ফাহিম।
মোহিত সেই সাক্ষাৎকারে বলেন, “আমি অনবরত নতুন কণ্ঠস্বরের খোঁজে থাকি। অহানের জন্য ফাহিমের কণ্ঠই উপযুক্ত বলে মনে হয়েছিল। আসলে ভাল কণ্ঠের খোঁজ চালিয়ে যেতে হবে। এই ভাবেই প্রাসঙ্গিক থাকা যাবে। না হলে অতীতে বাঁচতে হবে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।