বিনোদন ডেস্ক : ক’’রো’’না ভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর। দ্বিতীয়বারের মতো এই ভাইরাসে আক্রান্ত হলেন তিনি। এ কারণে এই অভিনেতার বাড়ি সিলগালা করা হয়েছে।
একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানায়, অর্জুনের করো’’না’’ আক্রান্তের খবর পাওয়া মাত্রই বুধবার (২৯ ডিসেম্বর) তার বাড়ি সিলগালা করেছে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি)। অভিনেতার পুরো বাড়ি স্যানিটাইজও করা হয়েছে বিএমসির পক্ষ থেকে।
এর আগে ২০২০ সালের সেপ্টেম্বরে ক’’রো’’না আক্রান্ত হয়েছিলেন অর্জুন। তবে এবার শুধু অর্জুন নয়, আক্রান্ত হয়েছে অর্জুনের ছোট বোন অংশুলা কাপুরও।
এদিকে একইদিনে ক’’রো’’না’’য় আক্রান্তের খবর জানিয়েছেন সোনম কাপুরের ছোট বোন প্রযোজক রিয়া কাপুর ও তার স্বামী করণ বুলানি। রিয়া ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘অত্যন্ত সচেতন থাকা সত্ত্বেও কোভিড আক্রান্ত হয়েছি। এটাই অতিমারির ধরন।’
অন্যদিকে ইতোমধ্যে ক’’রো’’না ভা’’ই’’রা’’সের নতুন ধরনে আক্রান্ত হয়েছেন বলিউডের অনেক তারকাই। সম্প্রতি আক্রান্ত হয়েছিলেন করিনা কাপুর খান, অমৃতা অরোরা। আপাতত তারা সুস্থ রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।