স্পোর্টস ডেস্ক : আগামী ২৭-২৯ জুন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অ্যাথলেটিক্স গ্র্যান্ডস্লাম ট্র্যাকের উদ্বোধনী সিজনের চতুর্থ ইভেন্ট। কিন্তু আর্থিক জটিলতায় ট্র্যাকের ফাইনাল লেগ বাতিল করা হয়েছে। এ আয়োজনের পৃষ্ঠপোষক অলিম্পিক কিংবদন্তি মাইকেল জনসন।
সাবেক স্প্রিন্টার জনসন বলেছেন, ‘গত এক বছরে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। বিশ্বের প্রধান ট্র্যাক লিগ হিসেবে আমাদের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের মনোযোগ এখন ২০২৬ সালের দিকে।’
অ্যাথলেটিক্সের ‘তীর্থভূমি’ খ্যাত জ্যামাইকার রাজধানী কিংস্টনে এবারের সিজন শুরু হয়েছিল। যেখানে টিকিট বিক্রি কম থাকায় এ আসর আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরবর্তী সময়ে মায়ামি ও ফিলাডেলফিয়া শহরে ইভেন্ট অনুষ্ঠিত তিনটি মিটকে সফল বলে মনে করছেন আয়োজকরা।
তবে আর্থিক কারণে ড্রেক স্টেডিয়ামে চূড়ান্ত ইভেন্ট বাতিল করা হয়েছে। জানা গেছে, দ্বিতীয় সিজনে অর্থায়নের জন্য নতুন বিনিয়োগকারী ঘোষণা করা হবে। যা আগামী বছর আয়োজিত হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।
এ প্রসঙ্গে চারবারের অলিম্পিক স্বর্ণজয়ী ৫৭ বছর বয়সী মাইকেল জনসন বলেছেন, ‘পেশাদার ট্র্যাক রেসিংকে নতুন করে সাজানোর একটি সাহসী উদ্যোগ নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম। এ পর্যন্ত যা অর্জন করেছি, তাতে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত।’
তিনি আরও বলেন, ‘শুরু থেকেই বলেছিলাম আমরা শিখব, সমন্বয় করব এবং উন্নতি করতে থাকব। কখনো কখনো আমাদের এমন পদক্ষেপ নিতে হয় যা অস্বস্তিকর। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লিগের ভবিষ্যৎ এবং স্থায়িত্ব।’
আগামী রোববার পর্দা উঠছে ২১তম ক্লাব বিশ্বকাপের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
এ প্রতিযোগিতায় ব্রিটিশ অলিম্পিক স্প্রিন্টার ড্যারিল নেইটা, ম্যাথু হাডসন-স্মিথ এবং ১৫০০ মিটারে বিশ্বচ্যাম্পিয়ন জশ কেরের মতো অনেক প্রতিষ্ঠিত ক্রীড়াবিদ অংশ নিয়েছিলেন। পুরুষ ও নারী প্রতিযোগীদের ছয়টি বিভাগে ভাগ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।