বিজনেস ডেস্ক : রফতানি বাণিজ্যকে উৎসাহ দিতে প্রতি অর্থবছরই রফতানির বিপরীতে ভর্তুকি বা নগদ সহায়তার ঘোষণা দেয় সরকার। চলতি অর্থবছরের মোট বরাদ্দ থেকে এ বাবদ চতুর্থ কিস্তির ১ হাজার ১২৫ কোটি টাকা ছাড় করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে ছাড়ের নির্দেশনা দেয়া হয়েছে। মহানিয়ন্ত্রকের ডেবিট অথরিটি জারিসহ সরকারের অন্য দাপ্তরিক আনুষ্ঠানিকতা শেষে এ সুবিধা নিতে পারবেন রফতানিকারকরা।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ভর্তুকির অর্থ ছাড়ের নির্দেশনা জারি করা হয়েছে। এতে রফতানিমুখী দেশী বস্ত্র, হিমায়িত চিংড়ি ও মাছ, চামড়াজাত দ্রব্য, পাট ও পাটজাত দ্রব্যসহ অনুমোদিত অন্যান্য খাতে রফতানির বিপরীতে দেয়া নগদ সহায়তা বা ভর্তুকি পরিশোধের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুকূলে অর্থছাড়ের কথা বলা হয়েছে।
চলতি অর্থবছরের বাজেটে অতিরিক্ত ১ শতাংশ নগদ সহায়তা ঘোষণা করেছে সরকার। কিন্তু অতিরিক্ত ১ শতাংশ ছাড়ের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। ফলে রফতানি ভর্তুকি বাবদ বরাদ্দকৃত অর্থের পরিমাণ এখনো ৪ হাজার ৫০০ কোটি টাকাই ধরা হয়েছে। এর মধ্যে পাটজাত দ্রব্যে ভর্তুকির পরিমাণ ৫০০ কোটি টাকা। বাকি ৪ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে অন্য খাতের জন্য।
বরাদ্দের অর্থ থেকে চলতি অর্থবছরে প্রথম কিস্তি বাবদ মোট ছাড়ের পরিমাণ ১ হাজার ১২৫ কোটি টাকা। এর মধ্যে ১২৫ কোটি টাকা রয়েছে পাটজাত দ্রব্য রফতানির জন্য। অন্যান্য দ্রব্য রফতানিতে ভর্তুকি রয়েছে বাকি ১ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) হিসাবে এ অর্থ বাংলাদেশ ব্যাংকের অনুকূলে ছাড় করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী বিভিন্ন রফতানিমুখী খাত ভর্তুকি বা নগদ সহায়তা পাচ্ছে ২-২০ শতাংশ হারে। এর মধ্যে দেশী বস্ত্র খাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাকের পরিবর্তে বিকল্প নগদ সহায়তা হিসেবে দেয়া হচ্ছে ৪ শতাংশ। বস্ত্র খাতের ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অতিরিক্ত সুবিধা হিসেবে নগদ সহায়তার হার ৪ শতাংশ। ইউরো অঞ্চলে বস্ত্র খাতের রফতানিকারকদের বিদ্যমান ৪ শতাংশের বাইরে অতিরিক্ত বিশেষ সহায়তা হিসেবে দেয়া হচ্ছে আরো ২ শতাংশ। এছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা ও ইইউর বাইরের দেশগুলোয় বস্ত্র খাতের নতুন বাজার সম্প্রসারণে দেয়া সহায়তার হার ৪ শতাংশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।