স্পোর্টস ডেস্ক : ঘরোয়া ক্রিকেটের এই অবসর সময়ে যুক্তরাষ্ট্রে একটি টুর্নামেন্ট খেলতে গেছেন আবু জায়েদ চৌধুরি রাহী। যেখানে এই ক্রিকেটার টুর্নামেন্টে মাঠে নামবেন দীর্ঘদিন ধরে আমেরিকায় সেটেল্ড বাংলাদেশের সাবেক ক্রিকেটার তাপস বৈশ্যের সঙ্গে।
এই দুই ক্রিকেটারেরই জন্মস্থান সিলেট বিভাগে। দুইজনের পরিচয় অনেক বছর আগে থেকেই। সেখানে তাই দীর্ঘদিন পর দেখা হওয়ায় খুনসুটিতে মেতে উঠেছেন তাপস-রাহী। সেখানে নিজেদের মধ্যে খুনসুটির এক পর্যায়ে অলক কাপালির প্রসঙ্গ টেনে আনেন তাপস বৈশ্য।
জাতীয় দলে একই সময়ে খেলেছিলেন তাপস এবং অলক। তাপসের মতো অলকেরও জন্মস্থান সিলেটেই। তাই দুইজনের মধ্যে দারুণ সম্পর্ক। সদ্যই প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অলক কাপালি। বন্ধু তাপস সেই জন্য কাপালিকে শুভকামনা জানানোর পাশপাশি কিছুটা মজাও করলেন।
রাহীর সঙ্গে কাপালিকে নিয়ে মজা করার সময়, তাপস বলেন, ‘আমার চুল দেখে কী বলবি অলকরে?’
উত্তরে রাহী বলেন, ‘আমি বলবো, ভাই আমি আমেরিকা গেছিলাম, সেখানে গিয়া অনিল কাপুরকে (তাপসের ফিটনেস এবং চুল দেখে) দেখে আসছি।’
এরপর হাসতে হাসতে অলক কাপালিকে নিয়ে তাপস বৈশ্য আরও যোগ করেন, ‘অলক তো আমার চেয়ে ৩ বছরের বড়। কিন্তু সে সবাইরে বলে বেড়ায়, সে নাকি আমার চেয়ে ছোট। তার চুল আর আমার চুল, এটা দেখে তোমার কি মনে হয়।’
প্রসঙ্গত, অলক কাপালির চুল পড়লেও তাপস বৈশ্যের চুল এখনও যথেষ্ট ঘন।
তাপসের অমন কথা শুনে রাহীও মজা করে বলেন, ‘আমি যখন ২০০৯ সালে ক্রিকেট শুরু করি তখন দাদার বয়স ছিল ২৮ বছর। এখন ২০২২ সাল, দাদার বয়স এখনো নাকি ৩০। প্রায় ১২ বছরে দুই বছর বাড়ছে।’
এরপর অলক কাপালিকে প্রথম শ্রেণির ক্রিকেট ছাড়ার জন্য শুভকামনা জানিয়ে কিছুটা মজা করেই তাপস আরও যোগ করেন, ‘অলকে লাল বল ছেড়ে এখন শুধু সাদা বলে ক্রিকেট খেলবে, তার জন্য শুভকামনা। আশা করি, আরও ১০ বছর প্রিমিয়ার লিগ খেলব সে।’
সময়ের ব্যবধানে তাপস এখন আমেরিকায় অবস্থান করছে। সেখানেই পরিবার নিয়ে পুরোপুরি স্থায়ী। অপরদিকে অলক কাপালি দেশে রয়ে গেছেন। ক্রিকেট খেলাও চালিয়ে যাচ্ছেন ৩৮ বছর বয়সেও। তবুও এই দুই ক্রিকেটারের মধ্যে সম্পর্ক এবং বন্ধুত্ব রয়ে গেছে আগের মত অটুট।
দক্ষিণ আফ্রিকার নতুন টি-টোয়েন্টি লিগের নিলামে একমাত্র বাংলাদেশি খালেদ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।