in ,

অলিম্পিকে অদ্ভুত বুদ্ধিমত্তায় পদক জিতলেন অস্ট্রেলিয়ান তরুণী!

স্পোর্টস ডেস্ক : টোকিও অলিম্পিকে কন্ডোমের অদ্ভুত ব্যবহার দেখল বিশ্ব। অস্ট্রেলিয়ার এক প্রতিযোগী ব্রোঞ্জ জিতলেন কনডোমের সাহায্যে। এমনই অবাক ঘটনা ঘটল অলিম্পিকে।

নিয়ম অনুযায়ী অলিম্পিক ভিলেজে ঢোকার সময় প্রতিযোগীদের কন্ডোম দেওয়া হয়। অস্ট্রেলিয়ার ক্যানোইস্ট জেসিকা ফক্স সেই কনডোম ব্যবহার করলেন তার নৌকা (কায়াক) সারানোর জন্য। নেটমাধ্যমে এই ঘটনা ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

ইন্সট্রাগ্রামের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথমে কার্বোনের প্রলেপ লাগানো হচ্ছে নৌকা তথা কায়াকের ক্ষতিগ্রস্ত স্থানে। তারপর সেখানে কনডোম পরাচ্ছেন জেসিকা। নেটমাধ্যমে তিনি লেখেন, “বাজি ধরতে পারি যে কনডোম দিয়েও নৌকা সারানো যায়, এটা কেউ জানত না।”

অলিম্পিকে কে-১ বিভাগে তৃতীয় পদক জিতলেন জেসিকা। ২০১২ অলিম্পিকে লন্ডনে রুপা জিতেছিলেন তিনি। রিও অলিম্পিকের পর টোকিওতেও ব্রোঞ্জ জিতলেন জেসিকা। পদক জয়ের পর সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।


Fiver best placte to make money from home