স্পোর্টস ডেস্ক: চলতি বছরের মাঝামাঝিতে অনুষ্ঠিতব্য অলিম্পিকের মশাল ধরতে যাওয়া সবচেয়ে বেশি বয়সী মানুষ হতে যাচ্ছেন জাপানি নারী কানে তানাকা। আধুনিক অলিম্পিকের সমবয়সী তিনি। ১১৮ বছর বয়স তার।
তবে এতে তাকে সহায়তা করবেন তার নাতি-নাতনিরা। এর আগে ২০১৬ সালে রিও সামার গেমসে ব্রাজিলের ১০৬ বছরের আইদা জেমাঙ্কু অলিম্পিকের মশাল তুলেছিলেন।
তার আগে ২০১৪ সালে ১০১ বছরের রুশ টেবিল টেনিস খেলোয়াড় আলেজান্ডার ক্যাপতারেনকো শীতকালীন অলিম্পিকের মশাল হাতে নেন। এবার পালা কানে তানাকার।