স্পোর্টস ডেস্ক: অলিম্পিকে যাওয়ার জন্য কোনওভাবেই করোনাভাইরাসের ভ্যাকসিন নিতে রাজি নন জ্যামাইকার স্প্রিন্টার ইওহান ব্লেক।
তিনি জানিয়েছেন, অলিম্পিকে তাকে অংশগ্রহণ করতে না দেওয়া হলেও কোনও আপত্তি নেই। কিন্তু ভ্যাকসিন নেবেন না তিনি।
টোকিও অলিম্পিক সুষ্ঠুভাবে করার জন্য ক্রীড়াবিদদের ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। ব্লেকের মতো অনেক ক্রীড়াবিদই বেঁকে বসেছেন।
স্থানীয় সংবাদমাধ্যমে ব্লেক বলেছেন, মানসিকভাবে আমি এখনও অনেক শক্তিশালী। আমি কোনও ভ্যাকসিন চাই না। ভ্যাকসিন না নেওয়ার ফলে যদি অলিম্পিক ছাড়তে হয়, তাতেও আমি রাজি। কিন্তু ভ্যাকসিন আমি নেব না। নির্দিষ্ট কিছু কারণ আছে বলেই এ সিদ্ধান্ত নিয়েছি।
তবে কী কারণে করোনার ভ্যাকসিন নেবেন না, সেটা খোলাসা করেননি ব্লেক।
আইওসির নিয়ম অনুযায়ী, ভ্যাকসিন না নিলেও ব্লেক টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করতে পারবেন। বিশ্ব অলম্পিক সংস্থা ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে ক্রীড়াবিদদের শুধু উৎসাহ দিতে পারে। কিন্তু ভ্যাকসিন নেবেন কি না, সেটা একান্তই ক্রীড়াবিদদের নিজস্ব ব্যাপার।
নিজের সিদ্ধান্তের স্বপক্ষে ব্লেক আরও বলেছেন, নিজের মনকে প্রশ্ন কর, লোকে কী বলল তাতে কিছু যায় আসে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।