Advertisement
  
  
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের শুটার জাওয়াদ ফোরুগি জাপানের টোকিওতে চলমান গ্রীষ্মকালীন অলিম্পিকে শুটিংয়ে রেকর্ড গড়ে সোনা জিতেছেন। তিনি অভিষেকেই এত বড় কৃতিত্ব অর্জন করলেন। এর মধ্যদিয়েই অলিম্পিক শুটিংয়ে প্রথম সোনার পদক জিতল ইরান।
আসাকা শুটিং রেঞ্জে ২৪৪.৮ পয়েন্ট পেয়ে অলিম্পিক রেকর্ড গড়েছেন জাওয়াদ। ৪১ বছর বয়সী এ শুটার ফাইনালে হারিয়েছেন সার্বিয়ার শুটার দামির মিকেচকে। মিকেচ পান ২৩৭.৯ পয়েন্ট। ব্রোঞ্জ জিতেছেন চীনের পাং উয়েই। তার পয়েন্ট ২১৭.৬।
সূত্র : পার্সটুডে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

 


