মহাকাশ থেকে ছিটকে পড়া চীনা রকেটের আঘাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর।
আর্স টেকনিকা জানিয়েছে, উৎক্ষেপণের এক সপ্তাহ পর গত সোমবার অনিয়ন্ত্রিত হয়ে পৃথিবীতে ছিটকে পড়ে লং মার্চ ৫বি নামে চীনের একটি রকেট। রকেটটির ধ্বংসাবশেষ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে আঘাত হানা থেকে মাত্র ১৫ থেকে ২০ মিনিট দূরত্বে ছিল। এটির গতিবেগ এতো বেশি ছিল যে নিউইয়র্কেও আঘাত হানতে পারত।তবে ভাগ্যক্রমে রকেটটির একটি অংশ আটলান্টিক মহাসাগরে আঁচড়ে পড়ে।
মহাকাশ বিজ্ঞানীরা জানান, এটি ভূপৃষ্ঠে ফিরে আসা কয়েকদশকের মধ্যে সবচেয়ে বড় মহাশূন্য জঞ্জাল। কয়েকটি টুকরো আইভরি কোস্টে পাওয়া গেছে।
হার্বাডের জ্যোতির্বিজ্ঞানী জোনাথন ম্যাকডয়েল মহাশূন্য কক্ষপথে নজর রাখছিলেন। তিনি এক টুইট বার্তায় বলেন, ১৯৯১ সালে স্যালুয়েট-৭ পতনের পর এটিই সবচেয়ে বড় ভগ্নাংশ যা অনিয়ন্ত্রিত হয়ে পৃথিবীতে ফিরে আসল।সূত্র: নিউ ইয়র্ক পোস্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



