আন্তর্জাতিক ডেস্ক : ঘটনাটি সোমবারের। নর্থ ক্যারোলাইনার চেরি পয়েন্টের মেরিন এয়ার স্টেশনে অপেক্ষমাণ ছিল ডোনাল্ড ট্রাম্পের অফিশিয়াল বিমান ‘এয়ার ফোর্স ওয়ান প্লেন’। বিমানটির পাশেই আঁচড়ে পড়ে ভয়াবহ এক বজ্রপাত। ক্যামেরায় ধরা পড়া এই দৃশ্যের একটি ছবিও টুইট করেছেন ট্রাম্প।
ছবিটি দেখে মনে হচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমানের মাঝ বরাবর পড়েছে বজ্রপাতটি। বিমানটির তখন চেরি পয়েন্টের রানওয়েতে দাঁড়িয়ে। ঝড়ের কারণে বিমানের বাইরে ছিলেন ট্রাম্প। দৃশ্যটি অবশ্য মনে ধরেছে তার। বজ্রপাতের সময়কার বিমানের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “দিস ইস অ্যামাজিং (এটা বিস্ময়কর)!”
ঝড়ের কবলে সফর পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়েছিল বলে জানা গেছে। আর ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা হাস্যরসাত্মক মন্তব্য। একজন বলছেন, ট্রাম্পের বিমানে বজ্রপাত ‘ঈশ্বর মিস করেছে’। কেউ কেউ বলছেন এই বজ্রপাত ট্রাম্পকে দ্বীপরাষ্ট্র বাহামায় আঘাত হানা ভয়াবহ হারিকেন ডোরিয়ানের ব্যাপারটি মনে করিয়ে দিয়েছে।
Departing MCAS Cherry Point in North Carolina for Fayetteville, North Carolina. This is amazing! pic.twitter.com/JDv5HA126A
— Donald J. Trump (@realDonaldTrump) September 9, 2019
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।