Views: 98

খুলনা বিভাগীয় সংবাদ

অল্পের জন্য রক্ষা পেল অর্ধশতাধিক শিক্ষার্থী

জুমবাংলা ডেস্ক : বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা খালে একটি যাত্রীবাহী নৌকা ডুবেছে। এ দুর্ঘটনায় অল্পের জন‌্য রক্ষা পেয়েছে অর্ধশতাধিক স্কুলশিক্ষার্থী।

সোমবার (১৬ মার্চ) সকালে ওই নৌকাডুবি ঘটে। স্থানীয়দের উদ্ধার তৎপরতার ফলে কারো প্রাণহানি ঘটেনি। তবে স্কুলশিক্ষার্থীসহ কয়েকজন আহত হয়েছেন।

রোববার দুপুরে দুটি লোহার পিলার ভেঙে যাওয়ায় রায়েন্দা খালের ওপর থাকা সেতুটি হেলে পড়ে। পরে ওই সেতু দিয়ে চলাচল বন্ধ করার নির্দেশ দেয় উপজেলা প্রশাসন। ফলে এলাকাবাসীকে নৌকায় করে খাল পার হতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল ওয়াদুদ আকন, সেলিম হোসেন, সুলতান আহমেদ জানান, সকালে শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার জন‌্য নৌকায় করে খাল পার হচ্ছিল। নৌকায় ধারণক্ষমতার চেয়ে লোক বেশি থাকায় সেটি ডুবে যায়। এলাকাবাসী দ্রুত খালে নেমে শিক্ষার্থীসহ শিশু ও বৃদ্ধদের উদ্ধার করেন। অন‌্যরা সাঁতরে পাড়ে ওঠেন।

শরণখোলা সরকারি কলেজের অধ্যক্ষ নুরুল আলম ফকির বলেন, প্রতিদিন শত শত শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা সেতু দিয়ে রায়েন্দা খাল পার হতো। সেতুটি বন্ধ হওয়ায় এখন নৌকাই একমাত্র ভরসা। নৌকা দিয়ে পারাপারে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। প্রাণহানিও হতে পারে। দ্রুত এ জায়গায় সেতু নির্মাণ করে জনভোগান্তি কমানো উচিত।

শরণখোলা থানা কমপ্লেক্স থেকে সামান্য দূরে নৌকাডুবি হলেও এ বিষয়ে কিছু জানেন না থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন বলেছেন, নৌকাডুবির খবর পেয়েই ঘটনাস্থলে গেছি। কারো প্রাণহানি ঘটেনি। দুর্ঘটনা এড়াতে উপজেলা পরিষদের অর্থায়নে এক সপ্তাহের মধ্যে হেলে পড়া সেতুর স্থানে বিকল্প সেতু তৈরি করা হবে। এজন্য ইতোমধ্যে উপজেলা পরিষদ থেকে ১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

Share:আরও পড়ুন

চট্টগ্রামে করোনায় আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৫

mdhmajor

বরিশালে ফুপুর বা‌ড়ি বেড়া‌তে গিয়ে পুকু‌রে ডুবে ২ বো‌নের মৃত্যু

mdhmajor

করোনা মোকাবিলায় সর্বাত্মকভাবে কাজ করছে সরকার: হুইপ স্বপন

mdhmajor

উঠানে ধান শুকাচ্ছিলেন মা, পুকুরে ভেসে উঠল মেয়ের লাশ

Shamim Reza

আম পাড়তে গিয়ে বাগমারায় বজ্রপাতে ২ যুবকের মৃত্যু

mdhmajor

সংসার ভালো না লাগায় ঘর ছাড়লেন স্বামী, ফেরাল পুলিশ

Shamim Reza