বিনোদন ডেস্ক : সিনেমায় অভিনয় করে সাফল্য পেলে খ্যাতির পাশাপাশি রয়েছে প্রচুর অর্থসম্পদ উপার্জনের সুযোগ। বলিউডের তারকাদের একেকজনের সিনেমাপ্রতি হাঁকানো পারিশ্রমিক আর ধনসম্পদের পরিমাণ শুনলে মূর্ছা যেতে পারেন অনেকেই। অন্তত মাথা তো ঘুরবেই এই অর্থের পরিমাণ জানলে। বলিউড তো বটেই দক্ষিণের তারকারাও একেকজনকে ধনকুবের বলা যায়। আর তাঁদের বিলাসবহুল জীবনযাপন দেখে কিছুটা আন্দাজ করা গেলেও এসব তারকার সম্পদ ও পারিশ্রমিকের সঠিক হিসাব জানলে অবাক হতে হয়। চলুন এবার জেনে নিই ২০২৩ সালে অমিতাভ বচ্চন ছাড়াও আর কোন কোন তারকা রয়েছেন শীর্ষ ১০ ধনীর তালিকায়। ছবিগুলো ইন্সটাগ্রামের।
১০. অল্লু অর্জুন
পুষ্পা মুভির মাধ্যমে খ্যাতির শিখরে পৌঁছে যাওয়া অল্লু অর্জুনের মোট সম্পদ ৩৮০ কোটি রুপি। প্রতি সিনেমায় তিনি পারিশ্রমিক নেন ৬০ থেকে ১২৫ কোটি রুপি।
৯. রজনীকান্ত
দক্ষিণের এই অবিসংবাদিত সম্রাট রজনীকান্ত, সবার প্রিয় ‘থালাইভা’র মোট সম্পদ ৪৫০ কোটি রুপি। সিনেমায় তাঁকে নিতে হলে প্রযোজককে গুণতে হয় ৭০ থেকে ১৫০ কোটি।
৮. নাগার্জুন
৯৫০ কোটি রুপির সম্পদ রয়েছে এই দক্ষিণি সুপুরুষ তারকার। প্রতি মুভিতে নেন ৯-১১ কোটি।
৭. রামচরণ
‘আরআরআর’ মভি দিয়ে দুনিয়া কাঁপানো রামচরণের ধনরাশির পরিমাণ ১৩৭০ কোটি রুপি। প্রতি মুভিতে তাঁর পারিশ্রমিক ৯০-১০০ কোটি।
৬. আমির খান
তিন খানের একজন আমির খানের অবস্থান বলিউডে অন্য রকম এক জায়গায়। তাঁর ধন-সম্পদ অন্য দুই খানের চেয়ে কমই; ১৮৬২ কোটি। আর তাঁকে মুভিতে নিতে হলে ১০০ থেকে ১৫০ কোটি অফার করতে হবে।
৫.অক্ষয় কুমার
বলিউডের অরিজিনাল খিলাড়ি অক্ষয় কুমারের মোট সম্পদ ২৬৬০ কোটি। আর প্রতি মুভিতে তাঁর পারিশ্রমিক ৫০-১০০ কোটি।
৪. সালমান খান
২৮৫০ কোটি রুপির সম্পদ রয়েছে সালমান খানের। তিনি প্রতি মুভিতে ১০০-১৫০ কোটি পারিশ্রমিক নেন।
৩. অমিতাভ বচ্চন
ভাগ-বাটোয়ারা চলছে বলিউডের সবচেয়ে বড় সুপারস্টার অমিতাভ বচ্চনের ৩০০০ কোটি রুপির সম্পদের। প্রতি মুভিতে অবশ্য তিনি মাত্র ১০ কোটি নেন।
২. ঋত্বিক রোশান
সুপার হ্যান্ডসাম বলিউড তারকা ঋত্বিক রোশানের সম্পদের পরিমাণও যথেষ্ট হ্যান্ডসাম। ৩১০১ কোটি রুপির মালিক এই অভিনেতা প্রতি মুভিতে নেন ৪০-৬৫ কোটি।
১. শাহরুখ খান
কিং খান সব কিছুতেই চ্যাম্পিয়ন। ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখের আছে ৬৩০০ কোটি রুপির সম্পদ। প্রতি মুভিতে বলিউড বাদশাহ নেন ৪০-১০০ কোটি রুপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।