Advertisement
স্পোর্টস ডেস্ক: বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্সের হয়ে ম্যাচ খেলাকালীন সময় অশ্লীল মন্তব্য করার অভিযোগে অ্যাডাম জাম্পাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
অবশ্য সেই অভিযোগ স্বীকার করেছেন অস্ট্রেলিয়ার সীমিত ওভারের এই তারকা লেগস্পিনার।
গেল মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সিডনি থান্ডারের বিপক্ষে খেলার সময় অশ্লীল মন্তব্য করেন জাম্পা। আর ক্রিকেট অস্ট্রেলিয়ার নিয়ম অনুযায়ী প্রথম স্তরের অপরাধ হওয়ায় নিষেধাজ্ঞা ছাড়াও বাংলাদেশি টাকা ২ লাখের বেশি জরিমানা করা হয়েছে।
এদিকে এই নিষেধাজ্ঞার ফলে কাল শনিবার (২ জানুয়ারি) হোবার্ট হ্যারিকেনের বিপক্ষে জাম্পাকে দলে পাবে না মেলবোর্ন স্টার্স।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।