আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ হূদেরাগে আক্রান্ত হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে। যদিও চিকিত্সকরা জানিয়েছেন, হূদরোগে নয়, নওয়াজ শরিফ আঞ্জনায় ভুগছেন যে রোগে হূদিপণ্ড রক্তপ্রবাহ কমে যায়। এদিকে অসুস্থতার কারণে নওয়াজ শরিফকে আরেকটি মামলায় জামিন দিয়েছে আদালত। খবর ডনের
গেল শনিবার দুপুরে নওয়াজ শরিফ হূদেরাগে আক্রান্ত হন বলে হইচই পড়ে যায় ইসলামাবাদে। এক সিনিয়র সাংবাদিক দাবি করেন, নওয়াজ শরিফ হূদরোগে আক্রান্ত হয়েছেন। এমনকি নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) আইনজীবী খাজা হারিস আদালতে দাবি করেন যে, নওয়াজ শরিফের ছোটো হার্ট অ্যাটাক হয়েছিল। তবে লাহোরের সার্ভিসেস ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এসআইএমএস) এর প্রফেসর ড. মোহাম্মদ মাহমুদ আয়াজ জানিয়েছেন, হূদেরাগ নয়, নওয়াজ শরিফ আঞ্জনায় ভুগছেন। পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী ড. ইয়াসমিন রশিদ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ২৪ অক্টোবর রাতে নওয়াজ শরিফ আঞ্জনায় ভোগেন।
এদিকে অসুস্থতার কারণে নওয়াজ শরিফকে আল আজিজিয়া মামলায় জামিন দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। মঙ্গলবার পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়। জাতীয় জবাবদিহিতা ব্যুরো (এনএবি) জামিনের বিরোধিতা না করায় আদালত নওয়াজকে জামিন দেয়। এর আগে চৌধুরী সুগার মিলের মামলায় নওয়াজকে একই কারণে জামিন দিয়েছিল আদালত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।