হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে পেসার রুবেল


স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ দলের সঙ্গে উড়ে গেলেন কিন্তু একটি ম্যাচও খেলার সুযোগ পাননি পেসার রুবেল হোসেন। আর কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরে পাকিস্তান সিরিজ থেকেও বাদ পড়েন তিনি। স্বাভাবিকভাবেই হতাশে ডুবে যাওয়ার কথা জাতীয় দলের এই অন্যতম পেসারের।

সেই হতাশার মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রুবেল। বর্তমানে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

রুবেলের ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, ইনফেকশনজনিত কারণে বুধবার (১৭ নভেম্বর) রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় রুবেলকে।

এখনও রুবেল এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে রুবেলের অসুস্থতা গুরুতর নয়। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ।
দলের সঙ্গে থাকলেও মাঠের লড়াইয়ে অনেকদিন ধরেই অনুপস্থিত রুবেল।

৩১ বছর বয়সি এই ডানহাতি পেসার গত মার্চে নিউজিল্যান্ড সফরে জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন।
ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে সুযোগ পাননি রুবেল।

অস্ত্রোপচার সফল; সাড়া দিচ্ছেন ক্রিকেটার রুবেল