বিনোদন ডেস্ক: এ বছর অস্কারের লাল গালিচায় হাঁটবেন ভারতের তিন মহাতারকা এসএস রাজামৌলি, জুনিয়র এনটিআর ও রামচরণ। রাজামৌলির পরিচালনায় ‘আরআরআর’ এ বছর বিশ্বজুড়ে আলোড়ন তুলে পৌঁছে গেছে অস্কারের মঞ্চেও। ‘অস্কার ২০২৩’-এর সেরা মৌলিক গানের বিভাগে মনোনীত হয়েছে সিনেমাটির ‘নাটু নাটু’ গানটি যা ভারতীয় চলচ্চিত্রের জন্য ইতিহাস তৈরি করেছে। এবার ‘আরআরআর’ নিয়েই ১২ মার্চ অস্কারে দেখা যাবে এই ত্রিমূর্তিকে। অনুষ্ঠানে যোগ দিতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে রয়েছেন তিনজন। তবে এরইমধ্যে নিজের একটি ইচ্ছার কথা জানালেন রামচরণ। নিজের পছন্দের অভিনেতা টম ক্রুজের সঙ্গে দেখা করতে যান এই তারকা।
সম্প্রতি আমেরিকান একটি টিভি চ্যানেলের সাথে সাক্ষাৎকারে রামচরণ কিছু হলিউড অভিনেতার সাথে দেখা করার প্রচন্ড ইচ্ছার কথা জানান, যাদের দেখে তিনি বড় হয়েছেন।
সাক্ষাৎকারে যখন অভিনেতাকে প্রশ্ন করা হয়, ‘তিনি অস্কারের জন্য প্রস্তুত কিনা?’ উত্তরে রামচরণ বলেন, “আমি জানি না আমি কখনো অস্কারের জন্য প্রস্তুত হব কিনা। আমি নার্ভাস, আমি উত্তেজিত। আমি জানি না আমি রেড কার্পেটে হাঁটব একজন ফ্যানবয় হিসেবে নাকি অভিনেতা হিসেবে।”
‘এই রবিবার কাকে দেখতে বা দেখা করার জন্য তিনি আগ্রহী?’ এই প্রশ্নের উত্তরে রামচরণ বলেন, “আমি যাদের দেখে বড় হয়েছি। বিশেষভাবে কেট ব্ল্যানচেট এবং টম ক্রুজকে এই অস্কারের মঞ্চে দেখতে পাব। আমি প্রচন্ড উত্তেজিত! আমি টম ক্রুজের সর্বশেষ চলচ্চিত্র ‘টপ গান : ম্যাভেরিক’ দেখেছি। তিনি অবিশ্বাস্য!”
২০২২ সালের মার্চে বিশ্বব্যাপী মুক্তি পায় ‘আরআরআর’। সিনেমাটি বিশ্বব্যাপী ১২০০ কোটির মতো আয় করেছে। সিনেমার ‘নাটু নাটু গানটি এখন পর্যন্ত গোল্ডেন গ্লোব, ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড সহ বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছে। ১২ মার্চ অস্কার জেতার দৌড়েও এগিয়ে আছে গানটি।
সূত্র : ইন্ডিয়া টুডে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।