Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home অস্ট্রিয়ায় এমপি হওয়ার দৌড়ে বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ
    আন্তর্জাতিক প্রবাসী খবর

    অস্ট্রিয়ায় এমপি হওয়ার দৌড়ে বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ

    Shamim RezaSeptember 24, 20193 Mins Read
    Advertisement

    austria news pic 2আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের দেশ অস্ট্রিয়ার শৈশব, কৈশোর কেটেছে মাহমুদুর রহমান নয়নের। তবে এই যুবকের শেকড় বাংলাদেশে। ১৯৯৫ সালে অস্ট্রিয়ায় জন্ম নিলেও তার পৈত্রিক বাড়ি দ্বীপজেলা ভোলায়। সেই ছেলেটি স্বপ্ন দেখছেন অস্ট্রিয়ার জাতীয় নির্বাচনে জয়ী হয়ে সংসদে যাওয়ার। চার বছর পর পর ‍অনুষ্ঠিত এই নির্বাচন হবে আগামী ২৯ সেপ্টেম্বর।

    ইতিমধ্যে সাড়া ফেলেছেন ২৪ বছর বয়সী নয়ন। বিশেষ করে বাংলাদেশি কমিউনিটিসহ সেখানকার স্থানীয়দের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন উচ্চশিক্ষিত এই যুবক। নয়নের বাবা মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান অস্ট্রিয়ায় সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত।

    নয়ন আশা করছেন সংসদে যাওয়ার সুযোগ মিলবে এবারের নির্বাচনে। এটা তার দ্বিতীয়বারের মতো নির্বাচনে অংশ নেয়া। এর আগে ২০১৭ সালে নির্বাচন করলেও তিন হাজার ভোটে হেরে যান নয়ন।

    এবার দেশটিতে আগাম নির্বাচন হচ্ছে। নয়ন প্রতিনিধিত্ব করছেন অস্ট্রিয়ান পিপলস পার্টির হয়ে। ভিয়েনার ১৩, ১৪ ও ২৩ নম্বর ডিস্ট্রিকের প্রার্থী তিনি। গত নির্বাচনে হেরে গেলেও এবার আঁটঘাট বেঁধে নেমেছেন নয়ন। তার হয়ে কাজ করছেন সেখানকার বাংলাদেশি কমিউনিটির লোকজনও।

       

    নয়নের জন্ম অস্ট্রিয়ায। তবে বয়স যখন এক বছর তখন পরিবারের সঙ্গে বাংলাদেশে আসেন। পরে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে চলে যান অস্ট্রিয়ায়। যেখানে যাওয়ার পর সমস্যার মুখে পড়তে হয় তাকে। স্থানীয় একটি হাইস্কুলে ভর্তি হলেও তিনি জানতেন না জার্মান ভাষা। পড়াশোনার ফাঁকে ভাষাটিও রপ্ত করতে হয় তাকে।

    হাইস্কুলে ফাইনাল পরীক্ষায় নয়ন প্রথম স্থান অর্জন করলে তাকে মডেল হিসেবে ঘোষণা করা হয়। পরে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়তে ভিয়েনার হাইয়ার টেকনিক্যাল কলেজে (এইচটিএল) ভর্তি হন। ফাইনাল পরীক্ষায় সফটওয়ার ইঞ্জিনিয়ারিং এ অস্ট্রিয়ান গ্রেড অনুযায়ী চমৎকার ফলাফল করার পর উচ্চশিক্ষার জন্য নয়ন চলে যান ব্রিটেনে। সেখানে সফটওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পর একই বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্টের ওপর এমএমসি ডিগ্রি লাভ করেন।

    বর্তমানে অস্ট্রিয়াতে জার্মানের একটি আইটি কোম্পানিতে সিনিয়র কনসালটেন্ট হিসেবে কাজ করছেন নয়ন।

    অস্ট্রিয়ার কলেজে ভর্তি হওয়ার পর নানা সমস্যা নিয়ে কথা বলে জনপ্রিয় হয়ে ওঠেন নয়ন। পরে দুবার তাকে কলেজের ছাত্র সংসদের সভাপতি হিসেবে নির্বাচিত করেন শিক্ষার্থীরা। একসময় অস্ট্রিয়ার কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতি হিসেবে নির্বাচিত হন। ইতিমধ্যে নয়ন অস্ট্রিয়ান যুব পিপলস পার্টির নেতৃতে চলে এসেছেন।

    ব্রিটেনে পড়াশোনার সময়ে নয়ন পিপলস পার্টি থেকে ভিয়েনা ডিসট্রিক্ট কাউন্সিলর হিসেবে মনোনয়ন পান।

    ২০১৭ সালের অক্টোবরে ব্রিটেনে মাস্টার্স করার সময় তরুণ এই রাজনীতিকের ডাক পড়ে অস্ট্রিয়ার জাতীয় সংসদ নির্বাচনে অস্ট্রিয়ান পিপলস পার্টি থেকে নির্বাচন করার জন্য। সবার উৎসাহে নির্বাচনে অংশ নিলেও অন্য প্রার্থীর কাছে হেরে যান তিনি।

    অস্ট্রিয়ায় সংসদ নির্বাচনের নিয়ম হলো জনগণ সরাসরি ভোট দেবে রাজনৈতিক দলকে। শতকরা হিসেবে দলগুলো এমপির আসন পাবে। পরে দল সিদ্ধান্ত নিয়ে যাদের সংসদে পাঠাবে তারাই হবে সংসদ সদস্য।

    রাজনীতিতে সক্রিয় হওয়ার পেছনে অনুপ্রেরণা হিসেবে নিজের বাবা-মায়ের কথা জানালেন নয়ন। প্রবাসে থাকা বাংলাদেশি তরুণদের উদ্দেশে তিনি বলেন, সবার আসলে নিজেদের কমিউনিটিতে সামাজিক, সাংস্কৃতিক কাজের সঙ্গে স্থানীয় রাজনীতিতে সম্পৃক্ত হওয়া জরুরি।

    নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন নয়ন। বাংলাদেশি কমিউনিটির সবার সহযোগিতা চেয়ে বলেন, স্বপ্ন দেখি অস্ট্রিয়ার পার্লামেন্টে দাঁড়িয়ে হিসেবে বিশ্বের দরবারে বাংলাদেশকে তুলে ধরবো।

    এদিকে নয়নের বাবা সাংবাদিক মাহবুবুর রহমান বলেন, আমার চার সন্তানের মধ্যে নয়ন সবার ছোট। আমি ১৯৮৪ সালে অস্ট্রিয়াতে এসেছি। সাংবাদিকতা ছাড়াও এখানকার নানা সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত আছি। আমিও চাই আমাদের কমিউনিটির লোকজন এগিয়ে আসুক নয়নকে বিজয়ী করতে। সূত্র : ঢাকাটাইমস।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    Related Posts
    ভারতের পররাষ্ট্রমন্ত্রী

    জাতিসংঘে পাকিস্তান নিয়ে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

    September 28, 2025
    সরকার বিরোধী বিক্ষোভ

    পেরুতে জেন-জি তরুণদের বিক্ষোভ অব্যাহত, প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের পদত্যাগ দাবি

    September 28, 2025
    সন্ত্রাসী নিহত

    পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৭ সন্ত্রাসী নিহত

    September 28, 2025
    সর্বশেষ খবর

    মানিকগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

    বৃষ্টি

    ফের লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস, বৃষ্টি নিয়ে নতুন বার্তা

    খাগড়াছড়ি

    খাগড়াছড়িতে চলছে ১৪৪ ধারা, পরিস্থিতি থমথমে

    ভারতের পররাষ্ট্রমন্ত্রী

    জাতিসংঘে পাকিস্তান নিয়ে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

    আইএমএফ

    বিদেশি ঋণ গ্রহণে বাংলাদেশের ওপর শর্ত আরোপ আইএমএফের

    প্রধান উপদেষ্টা

    দেশ পুনর্গঠনে অংশ নিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

    ষষ্ঠী পূজা

    ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু আজ

    সরকার বিরোধী বিক্ষোভ

    পেরুতে জেন-জি তরুণদের বিক্ষোভ অব্যাহত, প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের পদত্যাগ দাবি

    শেখ হাসিনা

    আজ শেখ হাসিনার মামলায় শেষ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, হবে সরাসরি সম্প্রচার

    গ্রেপ্তার

    সাবেক শিল্প প্রতিমন্ত্রীর ছেলে শাহেদ আহমেদ মজুমদার গুলশান থেকে গ্রেপ্তার

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.