স্পোর্টস ডেস্ক : ঠোঁটকাটা স্বভাবের জন্য বেশ পরিচিত জিওফ বয়কট মুখ খুলেছেন চলতি অ্যাশেজ বিতর্ক নিয়ে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মুখ খুলেই ফাটিয়েছেন বোমা। স্বদেশি জনি বেয়ারস্টোর স্টাম্পিং ঘটনা দিয়ে বলেছেন, অস্ট্রেলিয়ার প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত।
ঘটনা লর্ডস টেস্টের শেষদিনের। ক্যামেরন গ্রিনের একটি বাউন্সার ডাক করেছিলেন বেয়ারস্টো। বল তার মাথার উপর দিয়ে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির গ্লাভসে জমা পড়ে। ডেলিভারির অ্যাকশনের সময় পার হয়েছে ভেবে ক্রিজের দাগের বাইরে চলে যান বেয়ারস্টো। ভেবেছিলেন বল ডেড হয়ে গেছে। সুযোগ সন্ধানী ক্যারি বল গ্লাভসে নিয়েই আন্ডারআর্ম থ্রোয়ে স্টাম্প ভেঙে দিয়ে আউটের আবেদন করেন। তৃতীয় আম্পায়ার মরিস এরাসমাস আউটের সংকেত দিলে ১০ রানে ফেরেন বিভ্রান্ত বেয়ারস্টো।
ম্যাচের খুব গুরুত্বপূর্ণ সময় ছিল সেটি। বিষয়টি যেন বিশ্বাসই হচ্ছিল না বেয়ারস্টোর। অন্যপ্রান্তে থাকা বেন স্টোকসও হতবাক। গ্যালারি থেকে উঠে যায় দুয়োর রোল। যা ঘিরে অ্যাশেজে ঐতিহ্যগত কথার লড়াই শুরু হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছে ইংল্যান্ড। এক কলামে ওই ঘটনায় অজিদের ক্ষমা চাইতে বলেছেন বয়কট।
‘অস্ট্রেলিয়া যা করেছে, তা নিয়ে ওদের ভাবতে হবে। তাদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিৎ। আমরা সবাই এমন উত্তেজনাপূর্ণ মুহূর্তে ভুল করি। লোকেরা অস্ট্রেলিয়ানদের সম্পর্কে আরও ভালো ভাববে, যদি তারা দোষ স্বীকার করে বলে, আমরা ভুল করেছি। এমনটাই করা উচিৎ। আগামী কয়েকদিনে ক্ষমা চাওয়ার মতো কোনো মানুষ পাওয়া যায় কিনা দেখা যাক।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।