জুমবাংলা ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মেয়ে অস্ট্রেলিয়া প্রবাসী ড. শামারুহ মির্জাসহ দুই বাংলাদেশি ২০২৩ সালের ‘অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। এই পুরস্কারের জন্য অপর বাংলাদেশি হলেন নাজমুল হাসান। ড. শামারুহ মির্জা ও নাজমুল হাসান ‘এসিটি লোকাল হিরো’ ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন।
ক্যানবেরা টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর পুরস্কারের জন্য মনোনীতদের মধ্যে আছেন অস্ট্রেলিয়া থেকে মহাকাশে রকেট উৎক্ষেপণকারী ব্যক্তি, হিপ-হপ মিউজিশিয়ান, কৃষক, মানবাধিকারকর্মী এবং একজন নারী, যার সেলাইয়ের কাজ মানুষের জীবন বদলে দিচ্ছে।
ক্যানবেরা টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্য ও অঞ্চল থেকে ১৩১ জনকে মনোনীত করা হয়েছে। ক্যানবেরা টাইমস এসিটি থেকে চারটি ক্যাটাগরিতে মনোনীত ১৬ জনের পরিচয় প্রকাশ করেছে। তাঁদের মধ্যে চারজন বিজয়ীর নাম ঘোষণা করা হবে আগামী ৯ ডিসেম্বর। তাঁরা অন্যান্য রাজ্য ও অঞ্চল থেকে বিজয়ীদের সঙ্গে আগামী ২৫ ডিসেম্বর ক্যানবেরায় জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন।
শামারুহ মির্জা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে। শামারুহ মির্জা সম্পর্কে ক্যানবেরা টাইমস লিখেছে, তিনি একজন চিকিৎসা বিজ্ঞানী এবং অলাভজনক প্রতিষ্ঠান সিতারা’স স্টোরির সহপ্রতিষ্ঠাতা। তিনি জানেন, কথা বলার জন্য কারো পাশে থাকা যেকোনো ওষুধের মতোই গুরুত্বপূর্ণ।
ক্যানবেরা টাইমস বাংলাদেশি বংশোদ্ভূত নাজমুল হাসানকে ‘মাল্টিকালচারাল কমিউনিটি চ্যাম্পিয়ন’ হিসেবে উল্লেখ করেছে। ২০২১ সালের আগস্টে যখন ক্যানবেরা কভিড-১৯ লকডাউনে চলে যায়, তখন নাজমুল হাসান বুঝতে পেরেছিলেন এতে অনেক লোকের কষ্ট হবে। সে সময় তিনি যাদের প্রয়োজন তাদের বিনা মূল্যে খাবার এবং প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।