স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে আমেরিকান বাছাই মাইকেল এমমোহকে হারিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন টেনিসের দ্বিতীয় বাছাই রাফায়েল নাদাল।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রেকর্ড ২১তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের অভিযানে নামা নাদাল রড লেভার অ্যারেনায় ৬-১, ৬-৪ ও ৬-২ সেটে হারিয়েছেন এমমোহকে।
অন্যদিকে রাশিয়ার রোমান সাফিউলিনকে হারিয়ে প্রথমবারের মতো শেষ ৩২ নিশ্চিত করেছেন ব্রিটেনের ক্যামেরুন নরি। দীর্ঘ সময়ের বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে ৩-৬, ৭-৫, ৬-৩, ৭-৬ (৭-৩) সেটে জিতেছেন তিনি।
প্রসঙ্গত, তৃতীয় রাউন্ডে ব্রিটেনের ক্যামেরুন নরির মুখোমুখি হবেন স্প্যানিশ তারকা নাদাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।