স্পোর্টস ডেস্ক: ক্যারিয়ারে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন ২২ বারের গ্র্যান্ডস্ল্যামজয়ী তারকা রজার ফেদেরার। সোমবার (২৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে আয়োজকরা।
হাঁটুর ইনজুরির কারণে গেল ফেব্রুয়ারি থেকে খেলার বাইরে এই সুইস তারকা। সম্প্রতি আবারও অনুশীলনে ফিরেছেন ৩৯ বছর বয়সী তারকা। তবে এখনও পুরোপুরি সুস্থ হতে পারেননি বলে জানা গেছে।
করোনার কারণে পিছিয়ে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন। যেটি হতে যাচ্ছে আগামী বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম।
২০০০ সালে টেনিসে অভিষেকের পর থেকে কখনোই অস্ট্রেলিয়ান ওপেন মিস করেননি ফেদেরার। ক্যারিয়ারে জিতেছেন ৬টি ট্রফি।
অস্ট্রেলিয়ান ওপেনের প্রধান পরিচালক ক্রেইগ টাইলে বলেন, শেষমুহূর্তে রজার জানিয়েছে, এই গ্র্যান্ডস্ল্যামে সে খেলতে পারছে না। ২০২১ সালে সে মেলবোর্নে আসতে পারছে না এজন্য সে বেশ হতাশ। আমরা তার জন্য শুভকামনা জানাচ্ছি এবং আশা করছি ২০২২ সালে তাকে মেলবোর্নে দেখতে পাবো।
এর আগে ইনজুরির কারণে চলতি বছরে অনুষ্ঠিত ফ্রেঞ্চ ওপেনেও খেলতে পারেননি সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকা ফেদেরার। তবে অস্ট্রেলিয়ান ওপেনের সঙ্গে তার সখ্যতাটা অন্যরকম। ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্ল্যাম জিতেছিলেন এই অস্ট্রেলিয়ান ওপেনের মাধ্যমে।
সেবার বিশ্বের নাম্বার ওয়ান টেনিস খেলোয়াড় হয়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেন জিতে। এরপর এই গ্র্যান্ডস্ল্যামটা জিতেছেন মোট ৬ বার, যেটি অস্ট্রেলিয়ান ওপেনে ব্যক্তিগত সর্বোচ্চের রেকর্ড।
২০০৭ সালে অস্ট্রেলিয়ান ওপেনে ফেদেরার চ্যাম্পিয়ন হন কোন সেট না হেরেই। ২০১৭ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতে সবচেয়ে বেশি বয়সী টেনিসার হিসেবে গ্র্যান্ডস্ল্যাম জয়ের রেকর্ড গড়েন তিনি। ২০১৮ সালে এই ট্রফিটা জয় করে ১ম কোন পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে ২০টি গ্র্যান্ডস্ল্যাম জয়ের রেকর্ড গড়েন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।