স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ান ওপেনে টেনিসের দ্বিতীয় বাছাই সিমোনা হালেপকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন সেরেনা উইলিয়ামস। ফাইনালে যাওয়ার পথে আগামী ১৮ ফেব্রুয়ারি তার প্রতিপক্ষ হিসেবে কোর্টে নামবেন নাওমি ওসাকা।
আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রেকর্ড ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্নে রোমানিয়ান তারকা হালেপকে ৬-৩ ও ৬-৩ সেটে হারিয়েছেন সেরেনা।
এই জয়ের পর ১০ম বাছাই ৩৯ বছর বয়সী মার্কিন তারকা সেরেনা বলেন, আমি মনে করি, টুর্নামেন্টে নিজের সেরা ম্যাচ খেলেছি।
এর আগে মেলবোর্ন পার্কে মাত্র ৬৬ মিনিটে তাইওয়ানের শিয়েহ শু-উইকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেন ওসাকা। তৃতীয় বাছাই জাপানিজ কন্যা জিতেছেন ৬-২ ও ৬-২ সেটে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।