Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: কোভিড-১৯- এর কারণে কয়েক মাস নিষেধাজ্ঞার পরে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যটির সীমানা নিউ সাউথ ওয়েলস (এনএসডাব্লিউ) এবং ভিক্টোরিয়ার বাসিন্দাদের জন্য মঙ্গলবার পুনরায় খুলে দেয়া হয়েছে। খবর সিনহুয়ার।
পশ্চিম অস্ট্রেলিয়ার রাজ্যটি মঙ্গলবার ঘোষণা করেছে যে এটি ৮ ই ডিসেম্বর থেকে নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়ার বাসিন্দাদের কোরেনটাইন ব্যতিরেকেই প্রবেশ করতে দেয়া হবে। মঙ্গলবার পর্যন্ত নিউ সাউথ ওয়েলস স্থানীয়ভাবে কোভিড-১৯-এর সংক্রমন ছাড়া টানা ২৪ দিন পার করছে। এদিকে এক মাসের বেশি সময ভিক্টোরিয়ায় একটিও সংক্রমণ দেখা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।