আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় বৃহস্পতিবার থেকে সাত দিনের লকডাউন পালনের নির্দেশ দেয়া হয়েছে। এ নগরীতে কোভিড-১৯ রোগি সনাক্ত হওয়ার পর এমন পদক্ষেপ নেয়া হলো। এরআগে নগরীতে লকডাউনের বিধিনিষেধ পালন অনেক ক্ষেত্রেই এড়িয়ে চলা হয়েছে। খবর এএফপি’র।
অস্ট্রেলিয়ার রাজনৈতিক কেন্দ্রস্থল ক্যানবেরার প্রায় চার লাখ মানুষ স্থানীয় সময় বিকেল পাঁচটা থেকে বাড়িতে অবস্থান করার বিধিনিষেধ প্রতিপালন করবেন। অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলের আরো লাখ লাখ মানুষ ভাইরাসজনিত লকডাউনের কারণে ইতোমধ্যে তাদের বাসা-বাড়িতে অবস্থান করছেন।
অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি প্রধান এন্ড্রু বার বলেছেন, মহামারী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে চলতি বছর এ টেরিটরিতে আমরা এখন চরম স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলা করছি।
২০২০ সালে মহামারী ছড়িয়ে পড়ার প্রথম দিকে দেশব্যাপী শাটডাউন ঘোষণা করা হলেও ক্যানবেরাকে এর আওতামুক্ত রাখা হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।