আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নে ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়া গাছের চাপায় চার বছরের এক শিশুসহ তিনজন মারা গেছেন। এছাড়া ৫৬ হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া শহরে বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। শুক্রবার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে আমেরিকান সংবাদমাধ্যম এবিসি নিউজ।
বৃহস্পতিবার সন্ধ্যায় চার বছর বয়সী এক শিশুর ওপর গাছ ভেঙে পড়ে। পরে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি বলছে পুলিশ। মেলবোর্নে ঘণ্টায় ১৫৮ কিলোমিটার গতিতে বাতাস বইছে।
এদিকে একটি গাড়ির ওপর গাছ ভেঙে পড়লে ৫৯ বছর বয়সী এক ব্যক্তি মারা যান, তিনি গাড়িটি চালাচ্ছিলেন। মহাসড়কে একটি পিকআপ ট্রাকের ওপর গাছ পড়লে ৩৬ বছর বয়সী এক নারী যাত্রীর মৃত্যু হয়। সামান্য আহত হওয়া ২৪ বছর বয়সী চালককে হাসপাতালে নেওয়া হয়।
ভিক্টোরিয়ার প্রধান ড্যানিয়েল অ্যান্ড্রুস বলেছেন, শুক্রবার বিকালের মধ্যে বিদ্যুৎ সংযোগ পাওয়া যাবে। বিদ্যুৎ সংযোগ চলে যাওয়ায় একটি পানি বিশুদ্ধকরণ কারখানার কার্যক্রম ব্যহত হয়েছে। তাতে করে মেলবোর্নের ৫২৩টি উপশহরের মধ্যে ৮৮টির বাসিন্দাদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পানি ফুটিয়ে পান করতে বলা হয়েছে।
করোনাভাইরাস মহামারির মধ্যে এই ঝড় মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে। ভাইরাসটির অন্যতম হটস্পট ছয় সপ্তাহ ধরে লকডাউনে। অ্যান্ড্রুস বলেছেন, ঝড় পরবর্তী সময়ের সংকট কাটিয়ে উঠতে বিধিনিষেধ কিছুটা শিথিল করা হবে। এরই মধ্যে সহায়তার জন্য জরুরি সেবা চেয়ে সংশ্লিষ্ট দফতরের কাছে প্রায় দুই হাজার কল এসেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।