আন্তর্জাতিক ডেস্ক : অস্ত্র আইন সংশোধনের জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, প্রাণঘাতী অস্ত্র নিষিদ্ধ করতে চান জো বাইডেন।
জানা গেছে, ফ্লোরিডার পার্কল্যান্ডের বিদ্যালয়ে গুলি চালিয়ে হত্যার ঘটনার তৃতীয় বার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার দেওয়া এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট এই আহ্বান জানিয়েছেন।
জো বাইডেন বলেন, অস্ত্র নিয়ে সহিংসতা চালানোর কারণে আমাদের দেশে অভিভাবক থেকে শুরু করে স্বামী-স্ত্রী, শিশু, ভাই-বোন ও বন্ধুরা প্রিয়জন হারানোর বেদনা বুছেঝে।
বছর তিনেক আগে পার্কল্যান্ডের মার্জোরি স্টোনম্যান ডগলাস উচ্চ বিদ্যালয়ে এআর-১৫ রাইফেল থেকে গুলি চালিয়ে এক শিক্ষার্থী ১৭ জনকে হত্যা করেন। এ ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া শিক্ষার্থীদের অনেকে পরবর্তী সময়ে অস্ত্র আইন সংশোধনের সক্রিয় সমর্থকে পরিণত হয়েছিলেন।
বাইডেন বলেন, যারা আপনজন হারিয়েছেন, তাদের কাছে এই পরিবর্তন নিয়ে আসতে আমরা দায়বদ্ধ। এখনই পদক্ষেপ নেওয়ার সময়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।