অ্যাওয়ার্ড পেলেন চিত্রনায়িকা পরীমনি

পরীমনি

অ্যাওয়ার্ড পেলেন চিত্রনায়িকা পরীমনি

বিনোদন ডেস্ক: কালচারাল জার্নালিস্টস ফোরাম অফ বাংলাদেশ (সিজেএফবি) আয়োজিত ‘সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২১’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে বসেছিল এই অ্যাওয়ার্ড শো-য়ের ২১তম আসর।

বরাবরের মতো এ পারফরম্যান্স অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা পুরস্কার, বিশেষ পুরস্কারসহ চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত এবং ডিজিটাল মিডিয়া ক্যাটাগরিতে বছর সেরা পারফরম্যান্সের ভিত্তিতে সম্মাননা দেয়া হয়েছে।
পরীমনি২১তম এই আসরে অ্যাওয়ার্ড পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। ছোট্ট ছেলে রাজ্যকে নিয়ে পুরস্কার নিতে মঞ্চে উঠেছিলেন নায়িকা। কোলে বসে অভিনেত্রী মায়ের পুরস্কার পুরস্কার গ্রহণ করেন ছোট্ট রাজ্য।

পুরস্কার গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে নিজের অনুভূতি ব্যক্ত করে পরীমনি বলেন, ‘এই অ্যাওয়ার্ডটা আসলে আমার জীবনে খুবই স্পেশাল হয়ে থাকবে। কারণ আজকে রাজ্য তার মায়ের অ্যাওয়ার্ড জীবনে প্রথম সে রিসিভ করেছে। ওকে নিয়ে আমি স্টেজে গিয়েছি। এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে জীবনে হয়ত আরও অ্যাওয়ার্ড নিব, কিন্তু এই মুহূর্তটা আমার জীবনে অনেক স্পেশাল হয়ে থাকবে।’

অক্ষয় কুমার ও টাইগার শ্রফের শুটিংয়ে হানা দিলো চিতা বাঘ