বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: নিজস্ব অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে বেশকিছু নতুন নীতিমালা নিয়ে আসছে মেটা নিয়ন্ত্রিত ইনস্টাগ্রাম। এখন পোস্ট, কমেন্ট বা অন্যান্য অ্যাক্টিভিটিকে সহজেই সরানোর ব্যবস্থা থাকছে ফটো ও ভিডিও শেয়ারিং অ্যাপটিতে। সম্প্রতি প্রতিষ্ঠানটি বাল্ক ডিলিট অপশন চালু করেছে, যার মাধ্যমে কমেন্ট, পোস্টসহ অতীতের বিভিন্ন কর্মকাণ্ড একবারে মুছে ফেলা যাবে। খবর এনগ্যাজেট।
ব্যবহারকারীর প্রোফাইলে ইয়োর অ্যাক্টিভিটি নামে ফিচারটির মাধ্যমে বেশ কয়েকটি সুবিধা পাওয়া যাবে। মূলত অতীতে জমে থাকা বিভিন্ন কর্মকাণ্ডকে সহজেই সরিয়ে ফেলার উদ্দেশে এ অপশন চালু করেছে ইনস্টাগ্রাম। অতীতেও অ্যাকাউন্ট ডিলিট না করে পোস্ট ডিলিট করা যেত, তবে সেটা একটা একটা করে। নতুন এ অপশনে অতীতের টাইমলাইন ও স্টোরি পোস্ট সহজেই প্রিভিউ করে মুছে ফেলা সম্ভব। এছাড়া লাইক এবং অন্যদের ফিডে কমেন্টও রিভিউ করে ডিলিট করা যাবে।
এগুলোর পাশাপাশি আরো একটি শর্টকাট যোগ করা হয়েছে, যার মাধ্যমে দেখা যাবে অ্যাপের ভেতর সার্চ ইতিহাস, অ্যাকাউন্টের অন্যান্য অ্যাক্টিভিটিসহ কোন লিংকে কী পরিমাণ সময় ব্যয় করা হচ্ছে।
উল্লেখ্য, ইনস্টাগ্রামে পরিবর্তনটি প্রথম দেখা যায় গত ডিসেম্বরে। সে সময় জানানো হয়, মূলত টিনএজারদের জন্য এমন ফিচার আনা হয়েছে। তারা কী ধরনের বিষয় ইনস্টাগ্রামে শেয়ার করছে তা বোঝার জন্য। আর চলতি মাসে যুবকদের জন্য সেফটি ফিচার বাড়ানোর ব্যাপারে অনেক মহল থেকে চাপ সৃষ্টি করতে থাকলে ফিচারটি আবারো চালু করতে হয় ইনস্টাগ্রামকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।