নিউইয়র্ক ফ্যাশন উইকে রানওয়ে অব ড্রিমস ফাউন্ডেশনের দশম শোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার হাফসা আক্তার। গত সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছে ‘নিউইয়র্ক ফ্যাশন উইক’। এরই অংশ হিসেবে নিউইয়র্কের ব্রুকলিনের পাওয়ারহাউস আর্টে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় অ্যাডাপটিভ ক্লোদিং লাইনের একটি শো। শিরোনাম ছিল ‘রানওয়ে অব ড্রিমস টেন্থ ইয়ার সেলিব্রেশন অব ফ্যাশন রেভল্যুশন’।
বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা যেন কারও সহযোগিতা ছাড়াই পোশাক পরতে পারেন—এই ভাবনা থেকেই অ্যাডপটিভ ক্লোদিং ডিজাইন করা হয়। তাঁদের ফ্যাশন ও বিউটিতে আত্মবিশ্বাসী করতে নিউইয়র্ক ফ্যাশন উইকে প্রদর্শনীটি করে থাকে রানওয়ে অব ড্রিমস ফাউন্ডেশন।
নিউইয়র্ক ফ্যাশন উইকে রানওয়ে অব ড্রিমসের এবার ছিল দশম শো। এ সময় উপস্থিত ছিলেন সাতবারের এমি অ্যাওয়ার্ড বিজয়ী স্পোর্টস ব্রডকাস্টার ডেভ স্টিভেন্স, টিফ্যানি অ্যান্ড কোম্পানির প্রতিনিধি ড্যানা ন্যাব্রেজেনি, টমি হিলফিগারের পক্ষ থেকে গ্র্যায় শেইনবাম। অতিথি হিসেবে এখানে আমন্ত্রিত ছিলেন বাংলাদেশের ফ্যাশন ডিজাইনার হাফসা আক্তার। তাঁর অভিজ্ঞতা ও রানওয়ে শোয়ের বর্ণনা শেয়ার করেছেন হাল ফ্যাশনের সঙ্গে।
হাফসা জানান, ‘রানওয়ে অব ড্রিমস ফাউন্ডেশনে পুরস্কারজয়ী শিক্ষানবিশ ছিলাম। সেই সূত্রেই শোতে আমন্ত্রিত হয়েছি। ডিজাইনার হিসেবে এমন শোতে অতিথি হওয়া ভীষণ সৌভাগ্যের ব্যাপার।’
এবার রানওয়ে অব ড্রিমস শোটি সঞ্চলনা করেছেন ম্যাডিসন টেভলিন। কানাডিয়ান এই উপস্থাপক আক্রান্ত ডাউনস সিন্ড্রোমে। সব প্রতিকূলতা জয় করে ম্যাডিসন টেভলিন দারুণ কাজ করছেন। এই শোতে ভিক্টোরিয়াস সিক্রেটের প্রতিনিধিত্ব করেছেন।
ভিক্টোরিয়াস সিক্রেট, টমি হিলফিগার, জেসিপেনি, কোলসসহ আরও অনেক বিখ্যাত ব্র্যান্ড তাদের অ্যাডাপটিভ ক্লোদিং লঞ্চ করে এই রানওয়ে শোতে। ৬০ জন মডেল তাদের পোশাক উপস্থাপন করেন।
জেসিপেনি ব্র্যান্ড প্রদর্শন করে তাদের অ্যাডাপটিভ ক্যাজুয়াল আর টমি হিলফিগারের সংগ্রহ ছিল ফরমাল ও সেমি-ফরমাল অ্যাডাপটিভ লাইন। এবার জুতার স্পনসর ছিল জ্যাপোস। ক্রেতাদের ইতিবাচক অভিজ্ঞতা দিতে চেষ্টা করছে জ্যাপোস। এই ব্র্যান্ড সবার জন্য ডিজাইন করে বেশ প্রশংসা কুড়িয়েছে।
লঞ্জারি ব্র্যান্ড ভিক্টোরিয়াস সিক্রেট নতুন অ্যাডাপটিভ লঞ্জারি লাইন লঞ্চ করেছে রানওয়ে অব ড্রিমসের এই শোতে। এ ছাড়া রানওয়ে অব ড্রিমস ফাউন্ডেশন একই দিনে ‘পাইওনিয়ার অব দ্য চেঞ্জ’ অ্যাওয়ার্ডে ভূষিত করেছে ভিক্টোরিয়াস সিক্রেটকে।
নতুন ডিজাইনাররা অ্যাডাপটিভ লাইন নিয়ে কাজ করছেন, বিষয়টি হাফসা আক্তারকে উৎসাহিত করেছে এ ধরনের কাজের প্রতি।
হাফসা বলেন, লঞ্জারির অ্যাডাপটিভ লাইন ডিজাইন করা গতানুগতিক পোশাকের মতো সহজ নয়। এনআইএফটির শিক্ষার্থীদের সঙ্গে মিলে ভিক্টোরিয়াস সিক্রেটের এই লাইন তৈরি করেছে। এটা আমার জন্য চোখ খুলে দেওয়া এক শো ছিল। আমার পড়াশোনা ও গবেষণার জায়গাজুড়ে প্রযুক্তি আর হেলথ ও ওয়েলবিয়িং। সবার জন্য কাজ করার আগ্রহ আরও বাড়িয়েছে এই শো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।