আন্তর্জাতিক ডেস্ক : সমুদ্র গর্ভ রহস্যে ভরা। সেই রহস্যের জাল ভেদ করে একটা সীমা পর্যন্ত পৌঁছাতে পেরেছেন বিজ্ঞানীরা। কিন্তু এখনও নিশ্চিতভাবে অনেক কিছুই জানা নেই। তবুও সমুদ্রের গহ্বরে মাটির নিচে কী রয়েছে- সেই উত্তর খুঁজেই চলেছেন বিজ্ঞানীরা। সম্প্রতি এই অনুসন্ধানে যে তথ্য হাতে এসেছে তাতে অবাক বিজ্ঞানমহল।
প্রতিকূল পরিবেশে ‘অদ্ভূত’ প্রাণী রয়েছে অ্যান্টার্কটিকার তলদেশে। যেখানে প্রাণী থাকার কোনও সম্ভাবনাই থাকে না।