আন্তর্জাতিক ডেস্ক : পৃথিবীর দক্ষিণের দূরতম প্রান্তে পাঁচ মাস থাকতে ইচ্ছুক একটি দল খুঁজছে ব্রিটেনের অ্যান্টার্কটিক হেরিটেজ ট্রাস্ট। নির্বাচিত প্রার্থীদের চলতি বছরের নভেম্বর থেকে দক্ষিণ মেরুর গুডিয়ের আইল্যান্ডে থাকতে হবে। দায়িত্বের অংশ হিসেবে সেখানকার একটি ছোট্ট ডাকঘর, গিফট শপ ও অন্যান্য স্থাপনা দেখভাল করতে হবে, গুণতে হবে পেঙ্গুইন, বন্যপ্রাণী।
দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে আট ঘন্টার ফ্লাইটে যেতে হবে অ্যান্টার্কটিকা। সেখানে বরফের পুরু স্তরে অবতরণকারী উড়োজাহাজ থেকে নেমে আবার চড়তে হবে হেলিকপ্টারে। ওই কপ্টার পৌঁছে দিবে গুডিয়ের আইল্যান্ডের পোর্ট লকরয় পোস্ট অফিসে, যা হবে নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল। আাগামী বছরের মার্চ পর্যন্ত থাকতে হবে সেখানে।
বিবিসি জানিয়েছে, কোভিড-১৯ প্রাদুর্ভাবের পর এবারই প্রথম সর্বসাধারণের জন্য উম্মুক্ত হতে চলেছে পোর্ট লকরয় পোস্ট অফিস। নামে পোস্ট অফিস হলেও এটা মূলত: কুমেরু অঞ্চলে ব্রিটেনের দাবির স্বাক্ষর হিসেবে প্রতিষ্ঠিত একটি ঘাঁটি, যেখানে রয়েছে ব্রিটিশ সরকারের কয়েকটি স্থাপনা ও ঐতিহাসিক কিছু নিদর্শন। এছাড়া পোস্ট অফিস তো রয়েছেই।
পৃথিবীর শেষ সীমায় থাকাবস্থায় স্বজন-প্রিয়জনকে স্মরণ করতে কে না চায়! এরই স্মারক হিসেবে প্রতি বছর গ্রীষ্ম মৌসুমে বিপুল সংখ্যক পোস্ট কার্ড জমা হয় পোর্ট লকরয় পোস্ট অফিসে। এসব পোস্ট কার্ড বাছাই ও যথাস্থানে প্রেরণের উদ্যোগ নেওয়া পোর্ট লকরয় পোস্টমাস্টারের কাজ। প্রতি মৌসুমে ওই পোস্ট অফিসে গড়ে ৮০ হাজার পোস্ট কার্ড জমা হয় বলে ইউএসএ টুডে জানিয়েছে।
দিগন্তবিস্তৃত বরফরাজির শিখরে সূর্যালোক দেখে ঘুম ভাঙুক, এ চিত্রকল্প ভাবলে কার না লোভ হয়! ধু ধু নৈঃশব্দের মাঝে শুধু পেঙ্গুইনের ডাক আর বাতাসের ছুটে চলা- এমন পরিবেশের হাতছানি এড়ানো কঠিন। যারা এমন স্বপ্নালু কর্মস্থলের কথা ভাবেন, তারা চাইলে ব্রিটিশ অ্যান্টার্কটিক হেরিটেজ ট্রাস্টের ওয়েবসাইটে লগ-ইন ও চাকরির আবেদন করতে পারেন। তবে শর্ত হলো, ব্রিটেনের ওয়ার্ক পারমিট থাকতে হবে। সেটা থাকলে আবেদন করতে হবে ২৫ এপ্রিলের মধ্যে।
নির্বাচিত প্রার্থীদের বেজ লিডার, শপ ম্যানেজার ও জেনারেল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ দেয় ইউকে অ্যান্টার্কটিক হেরিটেজ ট্রাস্ট। পাঁচ মাস অ্যান্টার্কটিকায় অবস্থানকালে তারা ডাক বাছাইয়ের পাশাপাশি অভিযাত্রী-পর্যটকদের কাছে স্যুভেনির বিক্রি করেন এবং ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের অংশ হিসেবে সেখানকার পেঙ্গুইন ও বন্যপ্রাণী গণনা করেন। চাকরির মেয়াদ শেষে এ শুমারির ফলাফল হস্তান্তর করতে হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।