কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নয়নে নিজেদের অবস্থান শক্ত করতে বড় ধরনের পুনর্গঠনের ঘোষণা দিয়েছেন গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই। এর মাধ্যমে কোম্পানির অ্যান্ড্রয়েড ও হার্ডওয়্যার বিভাগকে একীভূত করা হবে। খবর গিজচায়না। কৌশলগত পরিবর্তনের মূল লক্ষ্য গুগলের পণ্যজুড়ে এআই ব্যবহার আরো সম্প্রসারণ করা।
সুন্দর পিচাই দায়িত্বশীলতার সঙ্গে এআই উন্নয়নের ওপর জোর দিয়ে আরো জানান, গুগল তার এআই টিমকে এআই গবেষণা ল্যাব ডিপমাইন্ডে স্থানান্তর করবে। এ একীভূতকরণ এআই উন্নয়নে নৈতিক বিবেচনার বিষয়টি নিশ্চিত করতে সাহায্য করবে। এছাড়া গুগল এআইনির্ভর পণ্য বাজারে আনার আগে কঠোরভাবে তা পরীক্ষা ও মূল্যায়ন করার জন্য একটি কেন্দ্রীয় ট্রাস্ট ও সুরক্ষা ইউনিটও তৈরি করছে। গুগল মনে করে এ পরিবর্তনগুলো স্পষ্টতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি এআই-বিষয়ক ঝুঁকি কমিয়ে আনবে।
কোম্পানিটি জানায়, পুনর্গঠনটি গুগল রিসার্চ ও ডিপমাইন্ডের মধ্যে অব্যাহত সহযোগিতাকে অগ্রাধিকার দেবে। এ টিমের প্রধানরা নিরবচ্ছিন্নভাবে গবেষণা ও ফলাফল বিনিময় সহজ করতে একসঙ্গে কাজ করবেন। এদিকে গুগল নতুন প্লাটফর্ম ও ডিভাইস বিভাগ চালু করছে।
এটি ডিভাইস, পরিষেবা, প্লাটফর্ম ও অভিজ্ঞতা নিয়ে কাজ করা বর্তমান দলগুলোকে একত্র করেছে। বিভাগগুলো একীভূত করার লক্ষ্য এআই সক্ষমতার সঙ্গে সমন্বিত সর্বশেষ ডিভাইস ও সফটওয়্যার উন্নয়ন ত্বরান্বিত করা। গুগল ব্যবহারকারীদের একটি শক্তিশালী অ্যান্ড্রয়েড অভিজ্ঞতা দেয়ার জন্য তার ডিভাইস ইকোসিস্টেমে দ্রুত এআই অন্তর্ভুক্ত করতে চায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।