অ্যান্ড্রয়েড ১৪-তে প্রি-ইনস্টলড অ্যাপ ডিলিটের সুবিধা থাকবে
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অ্যান্ড্রয়েড ১৪-এর প্রথম ডেভেলপার প্রিভিউ চালু করেছে গুগল। পিক্সেল ৪এ ও অন্যান্য ডিভাইসে এটি ব্যবহার করা যাচ্ছে। এ অপারেটিং সিস্টেমে থাকা বিভিন্ন ফিচারের মধ্যে অন্যতম একটি হলো ব্লোটওয়্যার অপসারণের সক্ষমতা।ডেভেলপার প্রিভিউ ১ এ ফিচারটি দেখা যায়নি। তবে ব্যাকগ্রাউন্ডে এ ফিচার আছে বলে জানা গেছে। খবর গিজচায়না।
অ্যান্ড্রয়েডের ব্লোটওয়্যার হচ্ছে মূলত ডিভাইসে প্রিবিল্ট হিসেবে আসা কিছু সফটওয়্যার, যেগুলোর অধিকাংশই পরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। এসব অ্যাপের কিছু আনইনস্টল করা গেলেও সব ডিভাইস থেকে সরানো সম্ভব হয় না। অ্যান্ড্রয়েড ১৪তে অ্যাপস ইনস্টলড ইন দ্য ব্যাকগ্রাউন্ড নামে একটি গোপন মেন্যুর মাধ্যমে সমস্যাটির সমাধান করতে যাচ্ছে। ভবিষ্যতে অ্যাপের মধ্যে মেন্যুটি যুক্ত থাকবে বলে ধারণা করা হচ্ছে।
গুগল জানায়, ডিভাইস উৎপাদনকারী ও তাদের সহযোগীদের কারণে ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন অ্যাপ প্রি-ইনস্টলড থাকে। প্রতিষ্ঠানটি আরো জানায়, সেলফোন চালানোর জন্য আগে থেকে ইনস্টল থাকা এসব অ্যাপ রাখা প্রয়োজনীয় না। ব্যবহারকারী চাইলে সেগুলো ডিলিট বা আনইনস্টল করতে পারবে।
এক্সডিএ ডেভেলপারসের মিশাল রহমানের তথ্যানুযায়ী, যেসব অ্যাপ এডিবি বা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করা হয়নি মেন্যুতে সেগুলো দেখা যাবে।
অ্যাপ ডিলিট করা ছাড়াও নতুন অপারেটিং সিস্টেমে একাধিক সিম কার্ড পরিচালনার ফিচারও রয়েছে। নাইনটুফাইভ গুগলের তথ্যানুযায়ী, ফোনকল ও ইন্টারনেট কানেকশনের ওপর ভিত্তি করে অ্যান্ড্রয়েড ১৪ স্বয়ংক্রিয়ভাবে সিম পরিবর্তন করবে। ফলে সিমের নেটওয়ার্ক দুর্বল হলে ব্যবহারকারীকে দুশ্চিন্তায় পড়তে হবে না। প্রয়োজন অনুযায়ী সিম পরিবর্তিত হয়ে যাবে। এ ফিচারটি অপারেটিং সিস্টেমে আগে থেকেই চালু থাকবে। ব্যবহারকারীকে কোনো সেটিংসে প্রবেশ করতে হবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।