’অ্যান অ্যাকশন হিরো’ সিনেমাটি ভারতের হিন্দি ভাষার একটি ফিল্ম যা ২০২২ সালের শেষদিকে রিলিজ করা হয়। একটি অরিজিনাল স্টোরির ওপর ভিত্তি করে debutant Anirudh Iyer সিনেমাটির নির্মাণ করেন। আয়ুষ্মান খুরানা সিনেমার মূল চরিত্র হিসেবে অভিনয় করেন।
এ মুভির অন্যতম বিশেষত্ব হচ্ছে এর টাইটেল। কোন সিনেমায় নায়ক যখন অ্যাকশন নেন তখন তাকে অ্যাকশন হিরো বলা হয়ে থাকে। কিন্তু এখানে মুভির নামই দেওয়া হয়েছে ’অ্যান অ্যাকশন হিরো’।
যারা ফিল্মের গান পছন্দ করেন তারা মুভিটি দেখতে পারেন। কেননা এই সিনেমায় বেশ কিছু ভালো গান ব্যবহার করা হয়েছে। এমনকি দুইটি আইটেম গান যোগ করা হয়েছে।
নোরা ফাতেহির মত জনপ্রিয় সেলিব্রেটি এসব আইটেম গানে যোগ দিয়েছিলেন। এ ফিল্মে মিডিয়াকে ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখানো হয়েছে। বিশেষ করে মিডিয়ার খারাপ বিষয়গুলি উপস্থাপন করা হয়েছে।
যেহেতু সিনেমার নামই ’অ্যান অ্যাকশন হিরো’। কাজেই এখানে আপনি ভরপুর অ্যাকশন উপভোগ করতে পারবেন। আয়ুষ্মান খুরানা এখানে নিজের জীবনকে অন্যভাবে উপস্থাপন করেছেন।
সিনেমায় মানবের চরিত্রের অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। শুরুতেই মুভিতে তাকে হিরো হিসেবে উপস্থাপন করা হলেও খুনের ঘটনার কারণে তাকে পলাতক আসামি হতে হয়।
এখানে মানব পুলিশের কাছে ধরা দিতে চাননি। বরং নিজের পক্ষে সমস্ত প্রমাণ যোগ করে আদালতে হাজির হওয়ার সাহস করেন। যে ব্যক্তি খুন হয় তার ভাইয়ের চরিত্রে অভিনয় করেন জয়দীপ আহলাওয়াত।
জয়দেবকে সিনেমার প্রধান খলনায়ক হিসেবে উপস্থাপন করা হয়েছে। ইন্টারন্যাশনাল ডনের কাহিনী যারা পছন্দ করেন তাদের জন্য মুভিটি উপযুক্ত হবে। আয়ুষ্মান খুরানা এবং জয়দেবের নানা অ্যাকশন এখানে ফুটিয়ে তোলা হয়েছে।
শুধু অ্যাকশন নয় বরং গল্পে কমেডিকে সৃজনশীল রূপে উপস্থাপন করা হয়েছে। একদিকে ডায়ালগের মধ্যে ডার্ক কমেডি খুঁজে পাবেন অন্যদিকে অ্যাকশন উপভোগ করতে পারবেন। ২০২২ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়ার পর ২০২৩ সালের জানুয়ারি মাসে নেটফ্লেক্সে সিনেমাটি মুক্তি পায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।