অ্যাভাটার সিনেমার যেসব অজানা দিক আপনাকে বিস্মিত করবে

অ্যাভাটার ২

সদ্য রিলিজ হওয়া নতুন অ্যাভাটার সিনেমায় আপনি জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে থাকা নতুন দুনিয়া দেখতে পারবেন। এ সিনেমার অজানা অনেক চমৎকার দিক রয়েছে যা আপনাকে আকর্ষণ করবে। এই সিনেমার গল্প অনেক সায়েন্স ফিকশন এবং এডভেঞ্চার উপন্যাসকেও হার মানাবে।

অ্যাভাটার ২

সিনেমাটি মুক্তির মাত্র ১৯ দিনের মাথায় এক বিলিয়ন মার্কিন ডলার আয় করতে সক্ষম হয়েছে পুরো দল। অ্যাভাটার মুভির ক্ষেত্রে এটি বেশ বড় একটি রেকর্ড।

নতুন অ্যাভাটার মুভিতে এমন এক খনিজ পদার্থের কথা উল্লেখ করা হয়েছে যার বাস্তবে কোন অস্তিত্ব নেই। আবার এক খনিজ পদার্থটি ফিজিক্সের কোন নীতি মেনে চলে না।

পেন্ডোরা নামে একটি নতুন গ্রহের আদিবাসীদের গল্প উপভোগ করতে পারবেন। শুধু তাই না এক নতুন ভাষায় তাদের কথা বলতে দেখবেন যার কোন বাস্তব অস্তিত্ব নেই।

সিনেমার ক্যারেক্টার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সৃজনশীলতা লক্ষ্য করবেন। তাদের সুঠাম দেহ এবং শারীরিক আকারে আপনি বৈচিত্রতা খেয়াল করবেন।

শুধুমাত্র সিনেমা নয় ভিডিও গেমস এবং কমিক্স বুকে খ্যাতি পেয়েছে অ্যাভাটাররের গল্প। তাছাড়া অনেক চোখ বাঁধানো ভিজুয়াল এফেক্ট এ সিনেমায় দেখতে পারবেন। ভিজুয়াল ইফেক্টের দিকটা দেখভাল করেছিল ওয়েটা ডিজিটাল নামে এক কোম্পানি। এই কাজ সামলানোর জন্য ৪ হাজার সার্ভার সম্বলিত ১০ হাজার বর্গ ফুটের একটি সার্ভার ফার্ম ব্যবহার করা হয়েছিল, যেটার নেটওয়ার্ক স্টোরেজ ক্যাপাবিলিটি ছিল ৩ পেটাবাইট।

অ্যাভাটার সিনেমার মূল নায়ক জ্যাক সালির চরিত্রে সর্বপ্রথম ভাবা হয়েছিল হলিউড তারকা জ্যাক জিলেনহালকে। তবে জ্যাইক তখন প্রিন্স অভ পার্সিয়া মুভির শিডিউলে ব্যস্ত থাকায় এই প্রস্তাব গ্রহণ করতে পারেননি।

মূল চরিত্রটি এত এত অভিনেতার দ্বারে ঘুরে ঘুরে শেষ পর্যন্ত ভাগ্যচক্রে এসে হাজির হয় অস্ট্রেলিয়ান অভিনেতা স্যাম ওয়ার্থিংটনের কাছে। অভাবের তাড়নায় সবকিছু বিক্রি করে তিনি তখন প্রায় নিঃস্ব। থাকতেন নিজ গাড়িতে। ওইখান থেকেই অডিশন টেইপ পাঠিয়েছিলেন ক্যামেরনের কাছে। ক্যামেরনও চাচ্ছিলেন চরিত্রে নতুন মুখ আনা দরকার।