লাইফস্টাইল ডেস্ক: অনেকেই অ্যারেঞ্জড ম্যারেজ করতে চান। কোনও কোনও ক্ষেত্রে এভাবে বিয়ে অত্যন্ত সফল হলেও কখনও দেখা দেয় ছোটোখাটো ভুল বোঝাবুঝি। তবে বিয়ের আগেই যদি কিছু বিষয় স্পষ্ট করে নেওয়া যায়, তাহলে বিয়ে পরবর্তী অনেক সমস্যা এড়ানো যায়।
নিজের জন্য উপযুক্ত পাত্র বা পাত্রী নির্বাচনের ক্ষেত্রে যেসব বিষয় মাথায় রাখা জরুরি-
নিজের চাওয়াপাওয়া: নিজের চাওয়াপাওয়ার দিকে নজর দিন। আপনি কী চান, কেমন সঙ্গী বা সঙ্গিনী চান জীবনে, সেদিকটা ভালো করে ভেবে নিলেই মনের মতো সঙ্গী পাবেন। একবার সেদিকটা ঠিক করে নিলে পাত্রপাত্রী খোঁজা চাপ হবে না।
যোগাযোগ: বাড়ি থেকে পাত্রপাত্রী দেখার পর্ব শেষ হলে তার সঙ্গে কথা বলে দেখতে হবে। এই কথা বলার সময় খেয়াল রাখুন কতটা যোগাযোগ তৈরি হচ্ছে দুজনের মধ্যে। যোগাযোগ যত ভালো হবে, সম্পর্ক ততই জোরালো হবে।
ব্যক্তিত্বের দিকে নজর দিন: সামনাসামনি লুকের চেয়ে হবু সঙ্গীর ব্যক্তিত্ব কেমন সেদিকে নজর দিন। এতে সে আপনার উপযুক্ত কিনা তা সহজেই স্পষ্ট হবে। ব্যক্তিত্বের বিষয়গুলি আপনাকে আকর্ষণ করলে তবেই এগোন।
ভালো লাগা, খারাপ লাগা: দুজনের ভালো লাগা ও খারাপ লাগাগুলির দিকে নজর দিন। এতে দুজনেরই বিষয়ে দুজনে আরও ভালো করে জানতে পারবেন। কতটা মিল হচ্ছে মনের, সে দিকটাও দেখা জরুরি।
জীবনের লক্ষ্য: প্রত্যেকের জীবনেরই কিছু না কিছু লক্ষ্য রয়েছে । সেই লক্ষ্যগুলি নিয়েও ভালো করে আলোচনা করুন। দুজন দুজনকে কতটা সাহায্য করবেন এই বিষয়ে, তা নিয়েও খোলামেলা আলোচনা করুন। তাছাড়া, সঙ্গীর কথাবার্তা বা মানসিকতা থেকেও যাচাই করে নিন সে পাশে থাকবে কিনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।