ওপার বাংলা ভারতের কলকাতা, অভিনেত্রী রুক্মিণী মৈত্র পর্দায় ফিরছেন বিনোদিনী হিসেবে। সেই ছবি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। আবার রুক্মিণী বিনোদিনী হিসেবে একেবারেই বেমানান এ কথা প্রকাশ্যে বলেছিলেন টলিউডের অভিনেত্রীর সঙ্গে আরও অনেকেই।
ট্রেইলার মুক্তির পরে দেখা গেছে, ওম সাহানীর সঙ্গে রুক্মিণী মৈত্রর একটি অন্তরঙ্গ মুহূর্ত। আর সেই দৃশ্য নিয়েই মূলত সমালোচনা। এমন একটি দৃশ্যে অভিনয় করা নিতান্তই সহজ কাজ না।
রুক্মিণী এবং ওমের সেই দৃশ্যে বেশিরভাগ দর্শক ওমকেই বেশি নম্বর দিয়েছেন। বরাবরই, যেকোনও ছবির ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে আলোচনা বেশি হয়। বেশি খোলামেলা দৃশ্যে অভিনয় করলে সেই নায়িকাকে নানা বিশেষণে দাগিয়ে পর্যন্ত দেওয়া হয়।
এবারও সেটা ব্যতিক্রম নয়। কিন্তু, এবার দর্শক প্রশ্ন তুলেছেন এই দৃশ্য নিয়ে নয় বরং রুক্মিণীর অভিনয় দক্ষতা প্রসঙ্গে। তার প্রতিক্রিয়ায় নাকি বোঝাই সম্ভব না, যে আসলে কী বোঝাতে চাইছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দর্শকের মন্তব্য, ‘ওম এর সিডাকটিভ এক্সপ্রেশনের সামনে রুক্মিণীর এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে অসুস্থ পেশেন্ট বেডে শুয়ে ছিল। হঠাৎ নিজের লোককে দেখে একটু খুশি হয়েছে। অভিনয়ের ব্যাপারে রুক্মিণীর আরও পড়াশোনার দরকার আছে।’
নেটিজেনের এই ব্যক্তিকে সহমত জানিয়েছেন অনেকেই। বিনোদিনী দাসী বাংলা থিয়েটার এবং রঙ্গমঞ্চের দুনিয়ার এমন এক নাম যাকে সকলে এক কথায় চেনেন।
লালমনিরহাটের কালভার্টের সঙ্গে ধাক্কা খেয়ে প্রাণ হারালেন আওয়ামী লীগ নেতা
তার অভিনয় থেকে ব্যক্তিসত্ত্বাকে পছন্দ করতেন। তাকে দেখতে অনেকেই ছুটে যেতেন থিয়েটারে। এবার সেই মানুষটিকে নিয়েই বিনোদিনী উপাখ্যান।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.