দক্ষিণ ভারতের সুপারস্টার বিজয় দেবারাকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মন্দানার বাগদান সম্পন্ন হয়েছে। ঘরোয়া আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠান দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হয়। জানা গেছে, আগামী ফেব্রুয়ারি তাদের বিয়ের পরিকল্পনা রয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বাগদানের মধ্য দিয়ে তাদের প্রেমের সম্পর্ক প্রকাশ্য হয়। যদিও অনুষ্ঠান ও বিয়ের আনুষ্ঠানিক তারিখ এখনও প্রকাশ করা হয়নি, ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সম্প্রতি বিজয় নিজের সোশ্যাল মিডিয়ায় শেরওয়ানি পরা ছবি শেয়ার করেছেন, আর রাশমিকা শেয়ার করেছেন শাড়ি পরা ছবি। ছবিগুলো দেখেই অনুরাগীদের মধ্যে বাগদান ও বিয়ে নিয়ে আলোচনা তুঙ্গে পৌঁছেছে। গত বৃহস্পতিবার রাশমিকা সোশ্যাল মিডিয়ায় নিজের একটি পোস্টে অনুরাগীদের জন্য দশমীর শুভেচ্ছা জানিয়ে তিলক সহ ভারতীয় পোশাকে উপস্থিত হন।
রাশমিকার মুক্তি প্রতীক্ষিত ছবি ‘থামা’ নিয়ে ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ছবির ট্রেলার ও গান প্রকাশিত হয়েছে এবং অভিনেত্রী ইতিবাচক প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন। শিগগিরই *‘থামা’*র প্রচার শুরু হওয়ার কথা।
দক্ষিণ ভারতের সিনেমা থেকে শুরু করে রাশমিকা এখন সর্বভারতীয় খ্যাতি অর্জন করেছেন। অনলাইনে তিনি ভারতের ন্যাশনাল ক্র্যাশ খেতাবও পেয়েছেন এবং ‘এক্সপ্রেশন কুইন’ হিসেবে পরিচিতি পেয়েছেন। দক্ষিণ ভারতের *‘ডিয়ার কমরেড’, ‘পুষ্পা’, ‘পুষ্পা টু’*সহ বলিউডের ‘অ্যানিম্যাল’ ছবিতে তার অভিনয় দর্শকের নজর কাড়েছে। বিশেষ করে ‘ডিয়ার কমরেড’ ছবিতে বিজয়ের সঙ্গে অভিনয় থেকেই তাদের সম্পর্কের সূত্রপাত বলে মনে করছেন অনুরাগীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।