২০২০ সালে একশন এবং রোমান্স দিয়ে ভরপুর ছিল ভারতের সকল ওয়েব সিরিজ। সাম্প্রতিক সময়ে আইএমডিবি ভারতের জনপ্রিয় সেরা ওয়েব সিরিজের তালিকা প্রকাশ করেছে। সারা বছর ধরে আলোচিত ছেলে এরকম বেশ কিছু ওয়েব সিরিজ সেরা ১০ এ জায়গা পায়নি। তবে তালিকায় স্থান পাওয়া সেরা ওয়েব সিরিজ নিয়ে আজকের আর্টিকেলে আলোচনা করা হবে।
রানা নাইডু ওয়েব সিরিজ নিয়ে বেশি বিতর্ক সৃষ্টি হলেও তা সেরা দশে জায়গা করে নিয়েছে। ওয়েব সিরিজটি তালিকার নবম স্থানে রয়েছে। এক ভারতীয় সাংবাদিকের মৃত্যুর ঘটনা নিয়ে এই ওয়েব সিরিজের গল্পটি সাজানো হয়েছে।
এই ওয়েব সিরিজটির ছয়টি এপিসোড এর সমন্বয়ে গঠিত। ভেষজ শিল্প এবং হস্তশিল্পের আড়ালে মাদকের ব্যবসা নিয়ে এটি ঘটিত। এই ব্যবসায় রাজত্ব এক রানীর। রানীর যোদ্ধারা হিংস্র, নিষ্ঠুর এবং চালাক। এরকম কাহিনী নিয়ে নির্মিত হয়েছে Saas, Bahu Aur Flamingo।
Dahaad নামক পুলিশের গল্প দিয়ে এটি রচিত হয়েছে। নির্মাণশৈলীর যে অভিনব স্টাইল এখানে ফুটিয়ে তোলা হয়েছে তা বিস্ময়কর। বর্তমানে তালিকার পাঁচ নম্বরে রয়েছে Asur: Welcome to Your Dark Side ওয়েব সিরিজটি।
যুক্তরাজ্যের প্রবাসী এক ভারতীয় বিয়ে করার জন্য নিজের পাঞ্জাব রাজ্যে চলে আসেন। কিন্তু বিয়ের আগে তার লাশ পাওয়া যায়। কে তাকে খুন করল সে গল্প নিয়ে এই ওয়েবসাইটটি রচিত হয়েছে। সিরিজটি আইএমডিবির তালিকার চার নম্বরে রয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে The Night Manager ওয়েব সিরিজটি। গোলাপগঞ্জ নামক একটি স্থানের নানা অপরাধের ঘটনা নিয়ে এই ওয়েব সিরিজটি তৈরি করা হয়েছে। তবে ফারজি নামক ওয়েব সিরিজটি তালিকার সবার উপরে রয়েছে।
প্রতিভাবান এক শিল্পের নকল নোট তৈরির কাজে জড়িয়ে পড়া, পাশাপাশি পুলিশ এবং আন্ডারওয়ার্ল্ডের নানা ঘটনা নিয়ে গল্পটি সৃষ্টি তৈরি করা হয়েছে। ৮.৬ রেটিং নিয়ে সিরিজটি আইএমডিবির তালিকার শীর্ষে রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।