অনেক জল্পনা কল্পনার পর আইকনিক মোটরসাইকেল Karizma XMR বাজারে এসেছে। হিরো মটোকর্প এর এ বাইকটি ক্রয় করতে হলে আপনাকে গুনতে হবে এক লক্ষ ৭২ হাজার ৯০০ টাকা। বাজারে এ বাইকের প্রত্যাবর্তন নিয়ে অনেক গুঞ্জন চলছিল।
এদের টেস্ট রাইডার বিভিন্ন চাঞ্চল্যকর ছবি দেখে ক্রেতারা যথেষ্ট কৌতূহলী ছিলেন। এ বাইকে ২১০ সিসির সিঙ্গেল সিলিন্ডার যুক্ত ইঞ্জিনের ফিচার পাচ্ছেন আপনি। পাশাপাশি এয়ার কুলিং এর পরিবর্তে লিকুইড কুলিংয়ের দুর্দান্ত সুবিধা তো থাকছেই।
৯২৫০ আরপিএম গতিতে ছুটতে প্রস্তুত আছে নতুন মোটরসাইকেলটি। গিয়ার বক্স এবং স্লিপার ক্লাসের ক্ষেত্রে পরিবর্তন এসেছে। বাইকের সর্বোচ্চ গতিবেগ ঘন্টা প্রতি ১৪০ কিলোমিটার।
হিরোর বাইকটিতে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার সেগমেন্টে বড় পরিবর্তন এসেছে। স্ক্রিনের মধ্যে আপনি সব ধরনের গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পারবেন। যেমন পেট্রোলের পরিমাণ, তারিখ, সময়, গিয়ার পজিশন ,স্পিডোমিটার ইত্যাদি।
আপনি যদি ব্লুটুথ ফিচার ব্যবহার করতে চান সেটারও সুযোগ রাখা হয়েছে বাইকটির মধ্যে। তিনটি ভিন্ন রং এর ভেরিয়েন্টে বাইকটি বাজারে পাওয়া যাবে। বাইকটিতে আপনি এলইডি হেড লাইটের ফিচারও পেয়ে যাচ্ছেন।
এ বাইকে আপনি ইউনিক উইন্ডশীল দেখতে পারবেন যা কোম্পানির আগের বাইকে কখনো দেখা যায়নি। সত্যি বলতে বাহির থেকে দেখতে এটিকে পুরোপুরি একটি স্পোর্টস বাইকের মতই মনে হয়।
দুটি চাকায় ৩০০ এবং ২০০ মিলিমিটারের ডিস্ক ব্যবহার করা হয়েছে। ডুয়েল চ্যানেল এবিএস এর পাশাপাশি চিরাচরিত টেলিস্কপিক ফর্ক এবং Adjustable monoshock absorber এরে ফিচার তো পেয়ে যাবেন। এ বাইকে পারফরম্যান্সের পাশাপাশি সৌন্দর্য বর্ধনেও কোম্পানি অনেক কাজ করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।